

শুক্রবার ● ৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশন আইনজীবী সমিতির উদ্যোগে ম্যাজিস্ট্রেটকে বিদায় সংবর্ধনা
চরফ্যাশন আইনজীবী সমিতির উদ্যোগে ম্যাজিস্ট্রেটকে বিদায় সংবর্ধনা
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন ফৌজদারী আদালতে কর্মরত বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাদিক আহমেদকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। চরফ্যাশন আইনজীবি সমিতির পক্ষ থেকে গত বৃহস্পতিবার রাতে সমিতির নিজস্ব ভবনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি এড. লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাদিক আহমেদ, সমিতির সাধারণ সস্পাদক এড. সিদ্দিক মাতাব্বর, এড. ছালাউদ্দিন, এজিপি এড. আমিনুল ইসলাম সরমান, এডিশনাল পিপি এড. মোজাম্মেল হক, এড. তরিকুল ইসলাম প্রমূখ। বিদায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এড. জাবেদ করিম।
আমির/রিয়াজ