

বৃহস্পতিবার ● ২৭ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে আসলামপুর নুরে আলম মাস্টারের গণসংযোগ
চরফ্যাশনে আসলামপুর নুরে আলম মাস্টারের গণসংযোগ
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নুরে আলম মাস্টার চরফ্যাশন-মনপুরার উন্নয়নের বরপুত্র আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি আর্শিবাদ নিয়ে গণসংযোগ শুরু করেছেন। বুধবার আসলামপুর কয়েকটি এলাকায় বাড়ীতে বাড়ীতে গিয়ে গণসংযোগ করেন।
আরিফ মোল্লা জানান, জনগণের ভোটের অধিকার প্রয়োগের লক্ষ্যে আসলামপুর ইউনিয়নের নাগরিক নুরে আলম মাষ্টার ও মহাসিন হাওলাদার বাদী হয়ে মহামান্য হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে এড. ছিদ্দিক উল্যাহ মিয়ার মাধ্যমে পৃথক পৃথক রিট পিটিশন দাখিল করেন। তারই অনুকূলে মহামান্য হাই কোর্ট উক্ত দু‘টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করার জন্যে নির্বাচন কমিশনকে গত ৮ মে ২০২২ তারিখে আদেশ প্রদান করেন। আগামী ২৮ নভেম্বর নির্বাচনকে কেন্দ্র করে আসলামপুর চেয়ারম্যান প্রার্থীগণ ভোটারদের দ্বারে দ্বারে যেতে শুরু করেছেন।
সাধারণ ভোটার সাদ্দাম হোসেন বলেন, ছেলে নুরে আলম মাস্টার মানুষের ভোটের অধিকার দিয়েছেন তাকেই এমপি মহোদয় নৌকা প্রতীক দিয়ে আসলামপুরের আশা ভরসা পুরণ করবে ইনশাহ আল্লাহ।
এমএএইচ /এফএইচ