

বৃহস্পতিবার ● ২৭ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে বেচারাম দাস বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচন
চরফ্যাশনে বেচারাম দাস বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচন
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার দক্ষিণ শিবা সরকারি প্রথিমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক বেচারাম দাস বরিশাল বিভাগীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছে। বৃহম্পতিবার বরিশাল শিক্ষা অফিরের বরাত দিয়ে চরফ্যাশন প্রাথমিক শিক্ষা অফিস এমন তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বেচারাম দাস ১৯৭৮ সালের ২৩ অক্টোবর ইউনিয়ন রমাগঞ্জ পোস্ট অফিস কর্তারহাট থানা লালমোহনে জন্ম গ্রহণ করেন। ২০০৬ সালে এমএসসি গণিত বিষয়ে প্রথম শ্রেণি লাভ করেন এবং ২০০৮ সালে এম এড এ প্রথম শ্রেণি লাভ করেন। ১৯৯৯ সালের ১ জুলাই রসূল পুর কলেজ চরফ্যাশনে প্রদর্শক (পদার্থবিদ্যা) হিসেবে কর্ম জীবন শুরু করেন। পরবর্তীতে ২০০৪ সালে ২১ জানুয়ারি জাজিরা মাধ্যমিক বিদ্যালয় কেরানীগঞ্জ, ঢাকা সহকারী শিক্ষক (বিজ্ঞান) হিসেবে কর্মরত ছিলেন। ২০০৬ সালের ১৭ এপ্রিল মধ্য অন্নদাপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় লালমোহন ভোলা এ সরাসরি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। বর্তমান কর্মস্থল ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি যোগদান করেন। ২০১৮ সালেই উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মনোনীত হন। ২০১৯ সালে উপজেলা শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে তার বিদ্যালয়টি মনোনীত হয়। করোনা কালীন সময় পরবর্তী ২০২২ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মনোনীত হয়ে বৃহম্পতিবার বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ হয়ে জাতীয় পর্যায়ের লড়েছেন তিনি।
এমএএইচ /এফএইচ