

মঙ্গলবার ● ১৫ নভেম্বর ২০২২
প্রথম পাতা » চরফ্যাশন » ভোলায় যুবদলের ৭ ইউনিটের আংশিক আহবায়ক কমিটি ঘোষণা, মিষ্টি বিতরণ
ভোলায় যুবদলের ৭ ইউনিটের আংশিক আহবায়ক কমিটি ঘোষণা, মিষ্টি বিতরণ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভোলা জেলার ৭ টি ইউনিটের আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) রাতে দিকে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক সহ-সভাপতি পদ মর্যাদায়) কামরুজ্জামান দুলালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আংশিক কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত আংশিক কমিটির ইউনিট সমূহ- চরফ্যাশন উপজেলা আহবায়ক মো. শহীদুল ইসলাম প্রিন্স, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আশরাফুল ইসলাম, সদস্য সচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল।
চরফ্যাশন পৌরসভা-আহবায়ক মো. আবুবকর সিদ্দিক মিল্টন, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব মো. রাসেদুল হাসান নয়ন।
মনপুরা উপজেলা-আহবায়ক মো. সামসুদ্দিন আহম্মেদ মোল্লা, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. কামাল উদ্দিন, সদস্য সচিব মো. আঃ রহিম।
দৌতলখান উপজেলা- আহবায়ক মো. মশিউর রহমান লিটন, সদস্য সচিব আবু হেনা মো. রিয়াজ। দৌতলখান পৌরসভা- আহবায়ক মো. আলমগীর, সদস্য সচিব মো. হাসান সিকদার।
বোরহানউদ্দিন উপজেলা- আহবায়ক সিহাব উদ্দিন হাওলাদার, সদস্য সচিব মো. জসিম উদ্দিন খান। বোরহানউদ্দিন পৌরসভা- আহবায়ক মো. হেলাল উদ্দিন মুন্সি, সদস্য সচিব মো. আবু জাফর মৃর্ধা প্রমূখ।
এদিকে চরফ্যাশন, মনপুরা, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় দীর্ঘ পর নতুন কমিটি ঘোষণা করায় উপজেলা সদর সহ প্রতিটি ইউনিয়নে মিষ্টি বিতরণ ও আনন্দের বন্যা বইছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতাকর্মীরা নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
-কেএমএস/এফএইচ