

শনিবার ● ১৯ নভেম্বর ২০২২
প্রথম পাতা » জেলার খবর » লালমোহনে বাস কাভার্ডভ্যানসহ ত্রিমুখি সংঘর্ষে আহত-৪
লালমোহনে বাস কাভার্ডভ্যানসহ ত্রিমুখি সংঘর্ষে আহত-৪
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে বাস কাভার্ডভ্যান মোটরসাইকেল ত্রিমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। শনিবার সকালে ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন ফরাজী বাজারের উত্তর পাশে
যাত্রীবাহী বাস কাভার্ডভ্যান ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
এসময় বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেল বাসের সাথে ধাক্কা লেগে দুই শিশু, ১ নারী ও মোটরসাইকেল আরোহীসহ ৪ জন আহত হয়। স্থানীয়ারা আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করা হয়। এর মধ্য মোটরসাইকেল চালক রুবেল (৪২) ও তার ছেলে হাসান (১০) কে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের বাড়ি বরিশালের চরবাড়িয়া এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ‘মায়ের দোয়া’ সকাল সাড়ে ৮টার দিকে ফরাজী বাজারের উত্তর পাশে আসলে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানের পেছনের অংশে লেগে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় ও গ্লাস ভেঙে যায়। এসময় বিপরিত দিক থেকে যাওয়া মোটরসাইকেলটি বাসের সাথে ধাক্কা লেগে ধুমরে মুছরে যায়।
লালমোহন থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
-এফএইচ