

সোমবার ● ৭ নভেম্বর ২০২২
প্রথম পাতা » জেলার খবর » ভোলায় মাহিন্দ্রের ধাক্কায় রিকশা আরোহী নিহত
ভোলায় মাহিন্দ্রের ধাক্কায় রিকশা আরোহী নিহত
স্টাফ রিপোর্টার: ভোলায় মাহিন্দ্রের ধাক্কায় রিকশা আরোহী মো: হোসেন (২২) নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে একজন। সোমবার দুপুর ১টার দিকে ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের বাপ্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হোসেন সদর উপজেলা ৩ নম্বর পশ্চিম ইলিশা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড সদুর চর গ্রামের মো. আবুল কালামের ছেলে।
আহতের নাম মো. রাসেল (২৮)। তিনি পরাণগঞ্জ বাজারের ব্যবসায়ী।
জানা গেছে, দুপুর ১টার দিকে ভোলা শহর থেকে যাত্রী নিয়ে পরানগঞ্জ বাজার যাওয়ার পথে বিপরীত থেকে দিকে আসা দ্রুতগামী একটি মাহিন্দ্র গাড়ি তার রিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
-এফএইচ