

মঙ্গলবার ● ১ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আইন ও অপরাধ » চরফ্যাশনে ৫ কোটি টাকার অবৈধ কারেন্ট জালে আগুন
চরফ্যাশনে ৫ কোটি টাকার অবৈধ কারেন্ট জালে আগুন
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনের মেঘনা নদী থেকে ১৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। জব্দ এ কারেন্ট জালের আনুমানিক মূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড। সোমবার দিনব্যাপী চরফ্যাশন উপজেলার মেঘনা নদী থেকে এ জাল জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে এ জাল জব্দ করেন। তবে এর সঙ্গে জড়িতরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও বলেন, পরে জব্দ কারেন্ট জাল মৎস্য বিভাগের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
-জেএন/এফএইচ