

সোমবার ● ২০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে ৫ জয়ীতাকে সম্মাননা প্রদান
চরফ্যাশনে ৫ জয়ীতাকে সম্মাননা প্রদান
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ উপলক্ষে পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস। এই দিবস উপলক্ষে ৫ জয়ীতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবারে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সকল জয়ীতাদের সম্মাননা প্রদানকরা হয়। আলোচনা সভায় আমাদের পথ প্রদর্শক বেগম রোকেয়া দিবস উদযাপন হয়। চরফ্যাশন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বরাবরের ন্যায় এবারও দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হলো। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাশিদা বেগম, সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারী অফিসার, সাংবাদিক, শিক্ষক, নারী নেত্রী, জয়ীতা। এছাড়াও দিবসটিতে বক্তরা বলেন, সমতা, ন্যায্যতা এবং গণতান্ত্রিক সমাজ বিণির্মানের অঙ্গিকার জোড়ালো হয়ে উঠুক। নারীর প্রতি সহিংসতা নিরসন এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সকল স্তরে সচেতনতা সৃষ্টি বৃদ্ধি করা হোক।
উক্ত অনুষ্ঠানে, বিভিন্নসফলতার জন্য তৃণমূল পর্যায়ের ৫ জন নারীকে সম্মননা ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
-আমির/রাজ