

সোমবার ● ৩ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আইন ও অপরাধ » মাদকসহ এক নারীকে আটক করেছে কোস্টগার্ড
মাদকসহ এক নারীকে আটক করেছে কোস্টগার্ড
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক ০৬ কেজি গাঁজাসহ একজন মহিলা আটক গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৩ জানুয়ারি ২০২২ ভোর ৫টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক বরিশাল জেলার লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০৬ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ০১ টি মোবাইল ফোন এবং নগদ ১৭৪০ টাকাসহ মমতাজ বেগম (৪৫) নামক এক মহিলাকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত গাঁজা ও অন্যান্য মালামাল এবং আটককৃত মহিলাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বরিশাল সদর থানায় হস্তান্তর করা হয়।
-রাজ