

সোমবার ● ১৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর » জাতীয় পুরস্কার গ্রহণ করলো ভোলার ক্ষুদে বিজ্ঞানী লাবিব
জাতীয় পুরস্কার গ্রহণ করলো ভোলার ক্ষুদে বিজ্ঞানী লাবিব
বিশেষ প্রতিনিধি: গ্যাস সিলিন্ডার ছিদ্রের সংকেত যন্ত্র উদ্ভাবন করে জাতীয় পুরস্কার গ্রহন করেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার সেই ক্ষুদে বিজ্ঞানী মাহির আশহাব (লাবিব)। রোববার সকালে ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ দিবস উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মাহির আশহাব (লাবিব) ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী। সে ওই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। তার বাবা এএইচএম মোস্তফা কামাল বোরহানউদ্দিন উপজেলার আব্দুল জব্বার কলেজের কৃষি শিক্ষা বিষয়ের প্রভাষক ও মা ইয়াছমিন একজন গৃহিণী।
লাবিবের বাবা এএইচএম মোস্তফা কামাল ভোলার বাণী’কে জানান, দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দুর্ঘটনায় হতাহতের খবরে বিহ্বল হয়ে পড়ে লাবিব। এরপর সে উদ্ভাবন করেছে স্মার্ট গ্যাস লিকেজ ডিটেক্টর ডিভাইস। এটি ব্যবহারে যেকোন বদ্ধ জায়গায় গ্যাস সিলিন্ডার কিংবা গ্যাস পাইপ ছিদ্র হলে সেটা শনাক্ত করে আগেই বিপদ সংকেত দিবে। সাইরেন বাজিয়ে সতর্ক করে দিবে। জ্বলবে লাল বাতি। ডিসপ্লেতেও প্রদর্শিত হবে। বিদ্যুৎ ও ব্যাটারী দ্বারা চালানো যাবে এ ডিভাইসটি। এ যন্ত্রটি তৈরী করতে তার সময় লেগেছে প্রায় এক মাস। ২০২০ সালের ২৫ অক্টোবর শুরু করার পর ওই বছরের ২৯ নভেম্বর শেষ করেছে। এতে তার খরচ হয়েছে ৯৪৪ টাকা। সে স্মার্ট গ্যাস লিকেজ ডিটেক্টর ডিভাইস উদ্ভাবন করে ইতিমধ্যেই এলাকায় বেশ সারা জাগিয়েছে।
মোস্তফা কামাল বলেন, লাবিবের এ ডিভাইসটি ‘ডিজিটাল বাংলাদেশ ২০২১’ সাধারণ-বেসরকারি (শ্রেষ্ঠ ব্যক্তি) ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে চুড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। গতকাল সেই পুরস্কার গ্রহন করেছে।
১৬ বছর বয়সী শিক্ষার্থী মাহির আশহাব (লাবিব) জানায়, ছোট বেলা থেকেই তার বিজ্ঞানের প্রতি আগ্রহ ছিল। সে যখন বোরহানউদ্দিন উপজেলার উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র তখন বিজ্ঞান মেলায় “বাতাসের গতি পরিবর্তন” বিষয়ে আন্তঃ স্কুল প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম বারের মতো দ্বিতীয় স্থান অধিকার করে। এরপর থেকেই শুরু হয় বিজ্ঞান নিয়ে তার নানান চিন্তা-ভাবনা। একের পর এক করছে দারুণ দারুণ সব গুরুত্বপূর্ণ উদ্ভাবন।
লাবিব জানান, আমার নতুন উদ্ভাবিত এ ডিভাইসটি প্রথমে ২০২০ সালের ২৫ ডিসেম্বর বোরহানউদ্দিনের ৪২তম জাতীয় বিজ্ঞান মেলায় প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করি। পরবর্তীতে ওই বছরের ৩০ ডিসেম্বর ভোলা জেলায় বিজ্ঞান মেলায় প্রদর্শন করেও প্রথম স্থান অর্জন করি। বিজ্ঞান মেলায় প্রথম হওয়ায় আমাকে ক্রেষ্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। এরপর বরিশাল বিভাগের বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হওয়ার পর এখন জাতীয় পর্যায়ে পুরস্কার গ্রহন করার জন্য ঢাকা যাচ্ছি।
লাবিব আরও জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে রক্ষায় আমার তৈরী স্মার্ট গ্যাস লিকেজ ডিটেক্টর ডিভাইসটি বাজারজাত করার ইচ্ছাও রয়েছে। এর জন্য সরকারের সহযোগিতাও চাইছে সে। ছেলের এ অর্জনে দারুণ খুশি লাবিবের বাবা এএইচএম মোস্তফা কামাল। তিনি সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
-রাজ