

বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » আইন ও অপরাধ » ভোলা আদালতে ৩৬ পুলিশের বিরুদ্ধে নিহত রহিমের স্ত্রীর হত্যা মামলা দায়ের
ভোলা আদালতে ৩৬ পুলিশের বিরুদ্ধে নিহত রহিমের স্ত্রীর হত্যা মামলা দায়ের
বিশেষ প্রতিনিধি: ভোলায় পুলিশ-বিএনপির সংঘর্ষে ভোলা সদর মডেল থানার ওসি তদন্ত মো: আরমান এস আই আনিস উদ্দিনসহ ৩৬ পুলিশ এর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ২৫/ ৩০ পুলিশ সদস্যর বিরুদ্ধে আদালতে বাদী হয়ে মামলা করেছে নিহত স্বেচ্ছাসেবক দলের কর্মী রহিমের স্ত্রী খাদিজা বেগম
। বৃহস্পতিবার দুপুরে ভোলা সদর উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিজ্ঞ বিচারক মোহাম্মদ আলী হায়দার কামাল এর আদালতে এই মালা দায়ের করেন। যার মামলা নাম্বার এর এমপি ৪০৫/২২।
বিজ্ঞ বিচারক আগামী ৮ আগস্ট ২২ এর মধ্যে ভোলা সদর থানার ওসিকে নিহতের সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত রিপোর্টসহ সকল প্রয়োজনীয় আলামতহস কাগজপত্র আদালতে জমা দেয়ার আদেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী ড.অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেত ও অ্যাড. সালাউদ্দিন আহমেদ প্রিন্স মামলা দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
-এফএইচ