

শুক্রবার ● ৮ জুলাই ২০২২
প্রথম পাতা » আইন ও অপরাধ » দৌলতখানে নিখোঁজ হাফেজ ইকবালের সন্ধানের দাবীতে মানববন্ধন
দৌলতখানে নিখোঁজ হাফেজ ইকবালের সন্ধানের দাবীতে মানববন্ধন
দৌলতখান প্রতিনিধি: দৌলতখান পৌরসভার ২ নং ওয়ার্ডের হাফেজ আবদুল হামিদ এর ছেলে হাফেজ ইকবাল এর সন্ধানের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজের পর দৌলতখান বাংলাবাজার আঞ্চলিক সড়কের শুকদেব স্কুল মোড়ে এ মানববন্ধন করা হয় । মানববন্ধনে বাংলাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, চারদিন অতিবাহিত হলেও দৌলতখান পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত তার কোন সন্ধান দিতে পারেনি। হাফেজ ইকবাল নিখোজ হোক, বা আত্নগোপন হোক কিংবা গুম, খুন যাই হোক না কেন বর্তমান প্রযুক্তিতে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি ট্রাকিং করে দ্রুত তার নিখোঁজের আসল রহস্য উদঘাটন করা সম্ভব। তাই তিনি হাফেজ ইকবালকে দ্রুত উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।
উল্লেখ, গত ৫ জুলাই মঙ্গলবার দৌলতখান বাজার গরু ক্রয় করতে গিয়ে নিখোঁজ হন হাফেজ ইকবাল। এ ব্যাপারে তার বাবা হাফেজ আব্দুল হামিদ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে দৌলতখান থানায় গত ৬ জুলাই একটি সাধারণ ডায়রি করেন। যার নম্বর ২৪০।
-এনইউ/এফএইচ