

বুধবার ● ১৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » জানা অজানা » লালমোহনে জন্ম নিল জোড়া লাগানো দুই ছেলে শিশু
লালমোহনে জন্ম নিল জোড়া লাগানো দুই ছেলে শিশু
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে দিনমজুর পরিবারে জন্ম নিল জোড়া লাগানো দুটি ছেলে শিশু। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা সদরের ‘লালমোহন ক্লিনিকে’ শিশু দুটির জন্ম হয়।
মাথা ও হাত-পা আলাদা হলেও তাদের পেট জোড়া লাগানো রয়েছে। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু দুটির জন্ম হয়েছে বলে জানা গেছে।
তবে শিশুটির মা এবং শিশুরা উভয়ই সুস্থ্য রয়েছে।
এদিকে এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জোড়া লাগানো শিশু দুটিকে দেখতে ক্লিনিকে ভীড় জমিয়েছেন উৎসুক জনতা। উপজেলার সদর ইউনিয়নের উত্তর ফুলবাগিচা গ্রামের কাঠমিস্ত্রী বিল্লাল হোসেন ও মিতু বেগমের ঘরে জন্ম নেয় শিশু দুটি।
ক্লিনিকের ডাক্তার মুনতাহীনা হক জিম বলেন , রাত সাড়ে ৮ টার দিকে সিজার সম্পন্ন হয়।
অপারেশনের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব। তবে এখনই না। তাদের ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। শিশু দুটি সুস্থ্য রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা বলেন, বিষয়টি জানার পর থেকে আমরা সার্বক্ষনিক খোঁজ-খবর নিচ্ছি, তাদের চিকিৎসা দেয়ার জন্য উপজেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।