

রবিবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » জানা অজানা » হযরত মুহাম্মদ (সাঃ) থেকে আদম (আঃ) পর্যন্ত পূর্বপুরুষগণের তালিকা
হযরত মুহাম্মদ (সাঃ) থেকে আদম (আঃ) পর্যন্ত পূর্বপুরুষগণের তালিকা
ডেস্ক: হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) থেকে একেবারে হযরত আদম (আঃ) পর্যন্ত পূর্বপুরুষগণের তালিকা⇨
হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ), তাঁহার পিতা আব্দুল্লাহ,তাঁহার পিতা আব্দুল মোত্তালিব,তাঁহার পিতা হাসিম,তাঁহার পিতা আব্দ মানাফ,তাঁহার পিতা কুছাই,তাঁহার পিতা কিলাব, তাঁহার পিতা মুরাহ,তাঁহার পিতা কা’বতাঁহার পিতা লুই,তাঁহার পিতা গালিব,তাঁহার পিতা ফাহর,তাঁহার পিতা মালিক,তাঁহার পিতা আননাদর,তাঁহার পিতা কিনান,তাঁহার পিতা খুজাইমা,তাঁহার পিতা মুদরাইকা,তাঁহার পিতা ইলাস,তাঁহার পিতা মুদার,তাঁহার পিতা নিজার,তাঁহার পিতা মা’দ,
তাঁহার পিতা আদনান,তাঁহার পিতা আওয়াদ,তাঁহার পিতা হুমাইসা,তাঁহার পিতা সালামান,
তাঁহার পিতা আওয,তাঁহার পিতা বুয,তাঁহার পিতা কামওয়াল,তাঁহার পিতা ওবাই,তাঁহার পিতা আওয়ান,তাঁহার পিতা নাসিদ,তাঁহার পিতা হিযা,তাঁহার পিতা বালদাস,তাঁহার পিতা ইয়াদলাফ,
তাঁহার পিতা তাবিখ,তাঁহার পিতা জাহিম,তাঁহার পিতা নাহিস,তাঁহার পিতা মাখি,তাঁহার পিতা আ”য়েফ,তাঁহার পিতা আবকার,তাঁহার পিতা উবাইদ,তাঁহার পিতা আদ দাহা,তাঁহার পিতা হামদান,তাঁহার পিতা সানবার,তাঁহার পিতা ইয়াসরিবি,তাঁহার পিতা ইয়াহজিন,তাঁহার পিতা ইয়ালহান,তাঁহার পিতা ইরাওয়া,তাঁহার পিতা আইযি,তাঁহার পিতা যিশান,তাঁহার পিতা আইছার,
তাঁহার পিতা আফনাদ,তাঁহার পিতা আইহাম,তাঁহার পিতা মুকাসির,তাঁহার পিতা নাহিস,
তাঁহার পিতা যারিহ,তাঁহার পিতা সামি,তাঁহার পিতা মায্যি,তাঁহার পিতা ইওয়াদ,তাঁহার পিতা ইরাম,তাঁহার পিতা হিদার,তাঁহার পিতা হযরত ইসমাইল (আঃ),তাঁহার পিতা হযরত ইবরাহিম (আঃ),তাঁহার পিতা তারক,তাঁহার পিতা নাহুর,তাঁহার পিতা সারুয,তাঁহার পিতা রা’উ,তাঁহার পিতা ফাহিয,তাঁহার পিতা আবীর,তাঁহার পিতা আফরাহশাদ,তাঁহার পিতা সা’ম,তাঁহার পিতা হযরত নূহ (আঃ),তাঁহার পিতা লামিক,তাঁহার পিতা মাতু সালিখ,তাঁহার পিতা হযরত ঈদ্রীস (আঃ),তাঁহার পিতা ইয়ারিদ,তাঁহার পিতা মালহালিল,তাঁহার পিতা কিনান,তাঁহার পিতা আনস,
তাঁহার পিতা হযরত শীস (আঃ),তাঁহার পিতা হযরত আদম (আঃ)।
মহামূল্যবান তথ্য হিসাবে নিজের কাছে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যদি ভুল হয়, অবশ্যই কমেন্ট করে সঠিক উত্তর টি বলবেন।