

মঙ্গলবার ● ১১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে চার পা নিয়ে ফুটলো মুরগীর বাচ্চা!
চরফ্যাশনে চার পা নিয়ে ফুটলো মুরগীর বাচ্চা!
চরফ্যাশন প্রতিনিধি: অবিশাষ্য হলেও সত্যি। চরফ্যাশন উপজেলার চর কলমি ইউনিয়নের চর মায়াগ্রামে একটি দেশি প্রজাতির মুরগীর বাচ্চা চারটি পা নিয়ে জন্ম হয়েছে। ওই গ্রামের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মিলন কাজীর স্ত্রী জরিনা বেগমের পালিত মুরগীর ডিম ‘তা’ দেয়ার পর চার পা নিয়ে মুরগী বাচ্চা জন্ম নেয়। তবে বাচ্চাটি সম্পূর্ন সুস্থ্য সবল আছে স্বাভাবিক ভাবে চলাফেরা করছে। ওই বাড়ির বাসিন্দারা জানান, শুক্রবার চার পা নিয়ে ডিম থেকে একটি মুগরীর বাচ্চা ফুটেছে। প্রথম তারা বিষয়টি দেখতে পাননি। রোববার বিকালে বাড়ির উঠানে মুরগীর বাচ্চাটি মায়ের সাথে হাটতে দেখে ঘটনাটি তাদের নজরে আছে। এ ঘটনা ছড়িয়ে পড়লে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎসুকজনতা ওই মুরগীর বাচ্চা দেখতে কাজী বাড়িতে ভীড় জমিয়েছেন। স্থানীয় বাসিন্ধ জোবাইদা জানান, কিছুদিন পূর্বে ওই গ্রামের মিলন কাজীর স্ত্রী জরিনা বেগম তার বসত ঘরের ব্যক্তিগত খামারে মুরগীর ডিম থেকে ২০টি মুরগীর ডিম বাচ্চা ফোটানোর ‘তা’ দেন। এর মধ্যে ১৫ টি থেকে বাচ্চাফুটে। কিন্তু ১৪ টি বাচ্চা স্বাভাবিক ভাবে দু’পা নিয়ে ফুটলেও একটি বাচ্চা চার পা নিয়ে জন্ম নেয়। এতে ওই পরিবারের লোকজন হতবাক হয়ে যান। চার পা বিশিষ্ট মুরগীর বাচ্চাটি দেখতে ভীড় জমান উৎসুক মানুষ।
তিনি আরো জানান, সাধারনত মুরগী বা মুরগীর বাচ্চার দুটি পা থাকবে। এ ব্যাপারে জানতে চাইলো জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল জানান, জেনিটিক ডিজঅর্ডার বা জিনগত ত্রুটির কারনে এমনটি হতে পারে। তবে এসব মুরগীর বাচ্চা তাদের স্বাভাবিক জীবন হারিয়ে ফেলে অপেক্ষাকৃত দুর্বল হয়ে পড়ে।
-আমির/রাজ