

রবিবার ● ৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আইন ও অপরাধ » দক্ষিণ আইচার চর কুকরিতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই দস্যু নিহত
দক্ষিণ আইচার চর কুকরিতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই দস্যু নিহত
নিজস্ব প্রতিবেদক: ভোলার দক্ষিণ আইচায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই দস্যু নিহত হয়েছেন। রোববার ভোরের দিকে চর কুকরি-কুকরি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জালিয়ার খাল নামক এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৩২ বছরের মধ্যে। এসময় তিনটি রাম দা, একটি গুলি ও পিস্তল উদ্ধার করা হয়েছে।
র্যাব এর অতিরিক্ত পুলিশ সুপার মো.রাজিব রায়হান এ তথ্য নিশ্চিত করে জানান, চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার কুকরি-মুকরিতে একদল দস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযানে গেলে দস্যুরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এসময় র্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গুলি বিনিময়ের পর দস্যুরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে দুই দস্যুর গুলিবিদ্ধ লাশ ও অস্ত্র পাওয়া যায়। তবে এ দস্যু দলটি কোন বাহিনীর, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
দক্ষিণ আইচা থানার ওসি শাওকাত হোসেন ভোলার সংবাদকে বলেন, মরদেহ গুলোর এখনো পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চরফ্যাশন সদর হাসপাতালে রাখা হয়েছে।
-এফএইচ