

সোমবার ● ২২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আইন ও অপরাধ » ভোলায় কৌশলে আসামী গ্রেফতার
ভোলায় কৌশলে আসামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার: ভোলায় এক আসামীকে কৌশলে প্রেফতার করেছে ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক সুবীর সাহা। আট মাসের অন্তঃস্বত্তা স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় স্বামী মোঃ হোসেনকে গ্রেফতার করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মোঃ হোসেন পেশায় একজন রাজমিস্ত্রি। তার স্ত্রী গত ১৯ নভেম্বর তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৪৩। মামলা দায়েরের পর মামলার তদন্ত কর্মকর্তা সুবীর সাহা আসামী মোঃ হোসেনকে ফোন করে জানান, তার বাসায় কাজের জন্য একজন রাজমিস্ত্রি প্রয়োজন। কৌশল বুঝতে না পেরে হোসেন দেখা করেন পুলিশ কর্মকর্তার সাথে। আর সে কৌশল কাজে লাগিয়ে আসামীকে গ্রেফতার করেন চৌকস এ পুলিশ কর্মকর্তা।
-রাজ