

শনিবার ● ১৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আইন ও অপরাধ » লালমোহনে জাল টাকাসহ আটক-১
লালমোহনে জাল টাকাসহ আটক-১
লালমোহন প্রতিনিধি: লালমোহনে জাল টাকাসহ এক যুবককে আটক করেছে লালমোহন থানা পুলিশ। শনিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী বাজার থেকে একহাজার টাকার ২টি জাল নোটসহ মোঃ নাছির হোসেন পান্নু(৩৩) কে আটক করা হয়। আটক হওয়া পান্নু পাবনা জেলার সাথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আহেদ আলীর ছেলে। লালমোহন থানা সূত্রে জানাযায়, উপজেলার ডাওরী বাজারে একটি ফার্মেসী থেকে কিছু ঔষধ কিনে একহাজার টাকার জাল নোট দেন মোঃ নাছির হোসেন পান্নু। দোকানদারের সন্দে হলে স্থানীয়দের সহায়তায় নাসিরকে আটক করে থানায় খবরদেন দোকানদার। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পান্নুকে তল্লাশি করে আরেকটি একহাজার টাকার জাল নোট পাওয়া যায়। এঘটনায় অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
-রাজ