

বুধবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » আইন ও অপরাধ » দুলার হাটে ইয়াবাসহ শ্রমিকলীগ নেতা আটক
দুলার হাটে ইয়াবাসহ শ্রমিকলীগ নেতা আটক
দুলারহাট প্রতিনিধি: চরফ্যাশনের দুলার হাট থানায় ১৬ পিচ ইয়াবা সহ নীলকমল ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতিকে আটক করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে দুলার হাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চরযমুনা ৫নং ওয়ার্ডে ইয়াবা বিক্রির সময় ১৬পিচ ইয়াবা তাকে আটক করা হয়।
দুলার হাট থানার তদন্ত অফিসার ও দায়িত্বে থাকা ইনচার্জ মো: নওরোজ আলী বলেন, ইয়াবা বিক্রির সময় বাবুল মাঝিকে আটক করা হয়েছে। ১৮ সেপ্টেন্বর ইয়াবা বিক্রির অপরাধে ৭ নং মামলা রুজ্জু করা হয়েছে।
-একেএমজি/এফএইচ