

সোমবার ● ৩ জুন ২০১৯
প্রথম পাতা » আইন ও অপরাধ » শশীভুষণে মেম্বারের বাড়ি থেকে সরকারি চাল জব্দ, মামলা দায়ের
শশীভুষণে মেম্বারের বাড়ি থেকে সরকারি চাল জব্দ, মামলা দায়ের
চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার চরকলমী ইউনিয়নে ইউপি’র সদস্যের বাসা থেকে সরকারের ভিজিডি, ভিজিএফ’র ১২৬৮ কেজি চাল আটক করেছে উপজেলা প্রশাসন। রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় চরকলমী ইউনিয়ন পরিষদ ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মো.জলিল ফরাজীর বাসা থেকে এ সরকারি চালগুলো জব্দ করা হয়। এ ঘটনায় কলমী ইউনিয়ন পরিষদ ট্যাগ অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রবেন্দ্র নাথ বিশ^াস বাদী হয়ে ইউপি সদস্য আ.জলিল ফরাজীকে আসামী করে শশীভুষণ থানা মামলা করেছে।
স্থানীয়দের অভিযোগ ইউপির চেয়ারম্যান ও সচিবের অনুমতি ছাড়া কিভাবে ওই মেম্বার বাড়ীতে চাল পাওয়া গিয়েছে। এর সাথে চেয়ারম্যান ও সচিব জড়িত বলে দাবী করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১ হাজার ২শ’ ৬৮কেজি চাল এবং ৪শ’ সরকারি খালি বস্তা উদ্ধার করা হয়েছে। ওই ইউপি’র সদস্যের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়ায় তাকে আসামী করে মামলা দেয়া হয়েছে। মামলার তদন্তে চাল চুরি ঘটনার সাথে কারা জড়িত তা বের হয়ে আসবে।
চরকলমী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউছার আহম্মেদ মাষ্টার বলেন, এত চাল কিভাবে সংগ্রহ করেছে এটা আমারও প্রশ্ন? আমি মৎস্য চাল গত শনিবার বিতরণ করেছি। রবিবার ভিজিডির চাল বিতরণের কথা এ ঘটনায় সে চাল বিতরণ করতে পরিনি।
ইউপির সচিব আজিজুল ইসলাম বলেন, এ চালগুলো ইউনিয়ন পরিষদের। কিভাবে চাল তার বাড়ীতে গিয়েছে তা আমার জানা নেই। পরিষদের চাবি ছিল চেয়ারম্যানের কাছে।
শশীভুষণ থানা অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম বলেন, ৪০৮ ও ৪২০ ধারা মোতাবেক ইউপি সদস্য আঃ জলিলের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। আসামী পলাতক থাকা তাকে গ্রেফতার করা সম্ভাব হয়নি।
-এমএএইচ/এফএইচ