

সোমবার ● ২৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » আইন ও অপরাধ » দুলার হাটে ইয়াবাসহ গ্রেফতার-১
দুলার হাটে ইয়াবাসহ গ্রেফতার-১
দুলারহাট প্রতিনিধি: চরফ্যাশনের দুলার হাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ পিচ ইয়াবা সহ এক জনকে আটক করা হয়েছে। ২৫ নভেন্বর রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ কবির নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কবির হালিমাবাদ ১ নং ওয়ার্ড মৃত ফারুক সর্দারের ছেলে।
দুলার হাট থানার ইনচার্জ মিজানুর রহমান পাটওয়ারী জানান, দুলারহাট থানা পুলিশের একটি টিম আবুবকরপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আঃ খালেক পাটওয়ারীর মুদি দোকানের পশ্চিম পাশ থেকে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ কবিরকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে ৯ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আসামীর বিরুদ্ধে দুলারহাট থানায় পুলিশ বাদী হয়ে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৯(ক) ধারায় মামলা রুজ্জু করা হয়েছে। যার নং ১১ তারিখ ২৫/১১/২০১৮ ইং।আসামীকে ভোলা ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
-একেএমজিএস/এফএইচ