

রবিবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » আইন ও অপরাধ » শশীভূষণে ইয়াবাসহ আটক ২
শশীভূষণে ইয়াবাসহ আটক ২
চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ টু আটকপাট সড়কের রসুলপুর ৬নং ওয়ার্ডের এছাহাক হাওলাদার বাড়ীর সামনের রাস্তার উপর থেকে সামছুদ্দিন ভুট্টো (৩৫) ও আবু তাহের (২৮) নামের দুই মাদক বিক্রেতাকে ৫০ পিচ ইয়াবাসহ আটক করেছে শশীভূষণ থানা পুলিশ। রোববার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে তাদেরকে আটক করা হয়।
সামছুদ্দিন ভুট্টো হাজারীগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত আবুল বাসার সিকদারের ছেলে এবং আবু তাহের একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাঞ্চন বেপারীর ছেলে। আটককৃত ভুট্টো ইতিপূর্বে ইয়াবাসহ একাধিকবার গ্রেফতার হয়েছে।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হানিফ সিকদার নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রসুলপুর ৬নং ওয়ার্ডের এছাহাক হাওলাদার বাড়ীর সামনের রাস্তার উপর থেকে তাদেরকে ৫০ পিচ ইয়াবাসহ আটক করে।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রণ আইনে ১৯ (১ টেবিল ৭ (ক) ২৫ ধারা মামলা দায়ের করা হয়েছে।
-কেএস/এফএইচ