

শনিবার ● ১৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » আইন ও অপরাধ » ঢাকা টু ঘোষেরহাট লঞ্চে অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক
ঢাকা টু ঘোষেরহাট লঞ্চে অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক
দুলারহাট প্রতিনিধি: ঢাকা টু দুলার হাট থানার ঘোষের হাট রুটের এমভি জাহিদ-৮ লঞ্চ থেকে অজ্ঞান পার্টির ৩ সদস্যকে আটক করেছে লঞ্চ যাত্রী। বৃস্পতিবার রাতে তাদের আটক করা হয়। শুক্রবার সকালে দুলার হাট থানা পুলিশের হাতে আটককৃতদের হস্তান্তর করা হয়েছে।
আটক কৃত অজ্ঞান পার্টির সদস্যরা হলেন মো: রায়হান চোধূরী (২১), মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ কাগজী পাড়ার মহিউদ্দিনের ছেলে, সাইফুল ইসলাম মুন্না (২৩) একই এলাকার আজিজ বেপারী ছেলে এবং রুবেল সর্দার (১৮), ফরিদপুর জেলার দারিয়াকান্দি র বাচ্চু সর্দারের ছেলে।
প্রত্যক্ষদর্শী নাজিম আকন, বেল্লাল হোসাইন, আলমগীর জানান, রাতে কাঠপট্টী ঘাটে জাহিদ -৮ লঞ্চে অবস্থান নিলে দুই লঞ্চ যাত্রীর কাছ থেকে এক যাত্রীর কাছ থেকে ৪২০০০ টাকা, আরেক জনের ১৫০০ টাকা এবং সংগে থাকা স্যামসাং গ্যালাক্সী ৮২২৬২ মডেল মুল্য ২২০০০ টাকা নকিয়া ২২০ মডেল দাম ৩৫০০ টাকা গল্প গুজবের সুযোগে চেতনা নাশক রুমাল প্রয়োগ করে মোট ৭০০০০ টাকা নিয়ে স্থান ত্যাগ করে।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো: মাহমুদুল হাসান(৩৫) পিং মৃত আ: হাই পটুয়াখালী বাসিন্দা পাঙ্গাসীয়া নামক স্থানে পৌছলে জ্ঞান ফিরে তার সংঙ্গে থাকা টাকা মোবাইল না পাওয়ায় রায়হান চৌধূরী, সাইফুল ইসলাম, রুবেল সর্দার তিন জনকে সনাক্ত করলে লঞ্চের যাত্রী ভীর জমলে সাইফুল ইসলাম মুন্না নদীতে ঝাপ দেয়। বাকী দুজন কে জনতার হাতে আটক হলে দুলার হাট থানায় খবর পাওয়ার সাথে সাথে এস আই মো: শাহজালাল সংগীয় অফিসার ও ফোর্স ঘোষের হাট লঞ্চ ঘাটে গ্রেফতারে সক্ষম হয়। ঘটনাস্থলেই গ্রেফতারকৃত কাছে সংগে থাকা ৪ মিলিগ্রাম পিরিটন ৬ পিচ ট্যাবলেট ও ৪.৫ ইঞ্চি সাইজের ষ্টিলের ১পিচ সিজার উদ্ধার করে করা হয়েছে।
এদিকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মাহমুদুল হাসান শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ্য হয়ে দুলার হাট থানাধীন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় অভিযোগের ভিত্তিতে মামলা প্রদান করা হয়েছে বলে জানান।
দুলার হাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটওয়ারী নিশ্চিত করেছেন।
-একেএমজি/এফএইচ