

শুক্রবার ● ২১ জুলাই ২০১৭
প্রথম পাতা » শিল্প-সাহিত্য » তনিমা হাদীর ‘এই কি জীবন’ নিয়ে সঙ্গীতগুণিদের মিলন মেলা
তনিমা হাদীর ‘এই কি জীবন’ নিয়ে সঙ্গীতগুণিদের মিলন মেলা
রিপন শান: বাংলাদেশের হৃদয় জাগানো স্গংীতগুণী আইয়ুব বাচ্চুর কথা, সুর ও সঙ্গীতে এই প্রজন্মের সঙ্গীত শিল্পী তনিমা হাদির একক এলবাম ‘এই কি জীবন’ এর মহামানিক্য খচিত প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ইবিএস-এর ব্যবস্থাপনায় বাংলা ঢোলের সৌজন্যে ২০ জুলাই কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ভিআইপি সেমিনার হলে বৃষ্টিস্নাত সন্ধ্যায় ‘এই কী জীবন’-এর প্রকাশনায় হাজির হয়েছিলেন সমকালিন বাংলা সঙ্গীতের প্রায় সকল গুণিজন। অনুভূতি প্রকাশ করেন দেশবরেণ্য কন্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী, সঙ্গীতজন আলাউদ্দিন আলী, সুরকার আলম খান, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, কন্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা, মিডিয়া ব্যক্তিত্ব সাইফুর রহমান ওসমানী জিতু, শিল্পী আইয়ুব বাচ্চু এবং তনিমা হাদী।
সঙ্গীত পরিবারের এই মিলন মেলায় শিল্পী তনিমা হাদীকে সকল সঙ্গীতগুণি আশীর্বাদ দেয়ার পাশাপাশি সাফল্য কামনা করেন। অনুষ্ঠানের শেষপ্রান্তে আইয়ুব বাচ্চুর গীটারে এবং তনিমা হাদীর কন্ঠে বেজে ওঠে ‘এই কি জীবন’-এর নানান গান।
-এফএইচ