

রবিবার ● ১৬ জুলাই ২০১৭
প্রথম পাতা » ধর্ম » বেসরকারি হজযাত্রীদের ভিসার আবেদন গ্রহণ
বেসরকারি হজযাত্রীদের ভিসার আবেদন গ্রহণ
ডেস্ক: বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে আশকোনা হজ অফিস। রোববার হজ পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন হজে বেসরকারি ব্যবস্থাপনাধীন হজযাত্রীদের ভিসাপ্রাপ্তির জন্য ঢাকার হজ অফিস থেকে ডিও গ্রহণ করতে হবে।
ভিসাপ্রাপ্তির কমপক্ষে সাতদিন আগে পাসপোর্টেসহ কাগজপত্র জমা দিতে হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে পাসপোর্টসহ ডিও এর জন্য আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে অারো বলা হয়েছে, ডিও’র জন্য যে সকল কাগজপত্র হজ অফিসে জমা দিতে হবে তা হল- পাসপোর্টের বারকোড ও এজেন্সির স্টিকার লাগানো, অফসেট পেপারে হজযাত্রীদের দুই সেট তালিকা, পেনড্রাইভে হজযাত্রীদের তালিকা নিয়ে আসা ও ডাটা বেইজের ক্রমিকের সঙ্গে মিল রেখে পাসপোর্ট সিরিয়াল করে জমা দিতে হবে।
এছাড়াও ২০১৭ সালের হজযাত্রীদের ভিসা সংগ্রহ করার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল কাগজপত্রসহ ঢাকা হজ অফিসের পরিচালক বরাবর অাবেদন করার জন্য সংশ্লিষ্ট সকল হজ এজেন্টগণকে করা হয়েছে।