শিরোনাম:
●   ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলা, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ভোলার সংবাদ
রবিবার ● ১৪ জুন ২০১৫
প্রথম পাতা » ফটোগ্যালারী » বরখাস্তই থাকছেন রাজশাহীর সিটি মেয়র বুলবুল
প্রথম পাতা » ফটোগ্যালারী » বরখাস্তই থাকছেন রাজশাহীর সিটি মেয়র বুলবুল
৪৭০ বার পঠিত
রবিবার ● ১৪ জুন ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরখাস্তই থাকছেন রাজশাহীর সিটি মেয়র বুলবুল

বরখাস্তই থাকছেন রাজশাহীর সিটি মেয়র বুলবুল

ঢাকা :: রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদ থেকে মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করে স্থানীয় সরকার বিভাগ।ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যান তিনি। রোববার তাকে মেয়র পদ থেকে বরখাস্তের আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে মেয়র পদ থেকে আপাতত বরখাস্তই থাকছেন বিএনপির এ নেতা।প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছে। মেয়র বুলবুলের বিরুদ্ধে ৫টি মামলায় বিচারিক আদালত অভিযোগপত্র গ্রহণ করায় গত ৭মে তাকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ২৮ মে তার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ সাময়িক বরখাস্তের এ আদেশ স্থগিত করে।বুলবুলকে নাশকতার মামলায় আসামি করে পুলিশ অভিযোগপত্র দেওয়ার পর গত ৭ মে তাকে রাজশাহীর মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে সরকার। এরপর বুলবুলের করা এক রিট আবেদনে গত ২৮ মে হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ মেয়র পদে তাকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে।সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করে হাই কোর্ট।এরপর রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে গেলে গত ৪ জুন অবকাশকালীন চেম্বার বিচারপতি হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন। রাষ্ট্রপক্ষের আবেদন শোনার জন্য তিনি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।এর ধারাবাহিকতায় রোববার আপিল বেঞ্চে ওই আবেদনের উপর শুনানি হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বুলবুলের পক্ষে ছিলেন এ এফ হাসান আরিফ ও আমিনুল হক হেলাল। আদেশের পর অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগের আদেশের ফলে সাময়িক বরখাস্তের আদেশ বহাল থাকছে। বুলবুল এখন কোনো দায়িত্ব নিতে পারবেন না।বুলবুলের আইনজীবী হেলাল বলেন, আপিল বিভাগ চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ চলমান থাকবে বলে আবেদন নিষ্পত্তি করে দিয়েছে।আদালত হাই কোর্টের দেওয়া রুল শুনানি করতে বলেছেন। এখন হাই কোর্টে রুল শুনানির জন্য পদক্ষেপ নেওয়া হবে। মোসাদ্দেক হোসেন বুলবুল মেয়র পদ থেকে বরখাস্ত হওয়ার পর দুই প্যানেল মেয়রের অনুপস্থিতিতে গত ৩১ মে রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর মো. নিযাম উল আযীমকে মেয়রের দায়িত্ব দিয়েছে সরকার।বিএনপির অভিযোগ, তাদের দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের সরিয়ে দিতেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার মিথ্যা মামলা দিচ্ছে।সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ায় সিলেটের মেয়র আরিফুল হকও বরখাস্ত আছেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার বিচারপতির আদালত ৪ জুন হাইকোর্টের আদেশ স্থগিত করে শুনানির জন্য বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়।তার আইনজীবী আমিনুল হক হেলাল বলেন, চেম্বার আদালতের স্থগিতাদেশ অব্যাহত রেখে আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছে আপিল বিভাগ। এখন হাইকোর্টে মামলাটির শুনানি হবে।এদিকে, বুলবুল মেয়র পদ থেকে বরখাস্ত হওয়ার পর গত ৩১ মে রাজশাহী সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজাম উল আযীমকে ভারপ্রাপ্ত মেয়র পদে নিয়োগ দেয় সরকার। উল্লেখ, ২০১৩ সালের ১৫ জানুয়ারি রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। এরপর নভেম্বর মাসেই সরকারবিরোধী আন্দোলন শুরু হলে একজন পুলিশ সদস্য নিহত হন।বিএনপিসহ বিরোধী জোটের টানা অবরোধের মধ্যে গত ২৩ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে নগরের মতিহার থানার কাপাশিয়া এলাকায় ঢাকাগামী গাড়িবহরে পেট্রলবোমা হামলা হয়। এর আগে ২২ জানুয়ারি দুপুরে নগরের কাদিরগঞ্জ ট্রাকের বহরে হামলা এবং ১৯ জানুয়ারি নগরের ভদ্রা এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলার অভিযোগের দায়ের করা মামলায় মেয়রকে আসামি করা করা হয়। এরপর থেকে মেয়র মোসাদ্দেক হোসেন আত্মগোপনে চলে যান। সিটি করপোরেশনে নিজ কার্যালয়েও আসেননি। তবে তিনি আত্মগোপনে থেকে কিছু কিছু নথিতে সই করেছেন। রাজশাহী মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহীর মেয়রের নামে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ চন্দ্র সরকারকে হত্যা, পুলিশের ওপর হামলাসহ ১১টি মামলা রয়েছে। এর মধ্যে গত বছর ২৯ সেপ্টেম্বর পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলা ও গত ৪ ফেব্রয়ারি বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ওপর হামলার ঘটনায় পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে আরও তিনটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। আদালতে মামলার অভিযোগপত্র গৃহীত হয়। এর পরিপ্রেক্ষিতে মেয়রকে বরখাস্ত করার জন্য সুপারিশ করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।