শিরোনাম:
●   ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ভোলার সংবাদ
শুক্রবার ● ২৪ মার্চ ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনের কুকরী-মুকরী সুন্দরবনের পথেই এগুচ্ছে
প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনের কুকরী-মুকরী সুন্দরবনের পথেই এগুচ্ছে
৬০৪ বার পঠিত
শুক্রবার ● ২৪ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চরফ্যাশনের কুকরী-মুকরী সুন্দরবনের পথেই এগুচ্ছে

---
কামরুজ্জামান শাহীন : সাগরের উত্তাল ঢেউর গর্জন, নির্মল বাতাস, বাহারী ম্যানগ্র্যোভ বন, সারি সারি গাছ, নারিকেল বাগান আর বালুর ধুম নিয়ে অপরুপ প্রকৃতির সাজে সাজানো এক জনপদ ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বিচ্ছি দ্বীপ কুকরী-মুকরী। পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে  তোলার দীর্ঘ প্রতিক্ষার পর প্রচীনতম এ জনপদটিতে নতুন করে আধুনিকতার ছোঁয়া পাচ্ছে। বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হওয়ায় পর্যটনের পথে আরেক ধাপ এগিয়ে যাচ্ছে এ জনপদটি। ইতিমধ্যে বন ও পরিবেশ মন্ত্রণালয় দুটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এরমধ্যে রয়েছে, আধুনিক রেস্ট হাউজ ও পাখি পর্যবেক্ষণ কেন্দ্র। এছাড়াও বনের জীব বৈচিত্রকে বাঁচিয়ে রাখতে বাহারী প্রজাতির বৃক্ষ-তরুলতা  রোপনের উদ্যোগ নেয়া হয়েছে।
বঙ্গোপসাগরের কূল ঘেঁষা জনপদ কুকরী-মুকরী ৭০ ঘূর্ণিঝড় পরবর্তি সময়ে বন বিভাগ বৃক্ষ রোপন করে। সেটি কুকরীর এক সবুজ বিপ্লব। সেই থেকে এ জনপদে ঝড়-জলোচ্ছাসসহ নানা প্রকৃতিক দুর্যোগ বৃক্ষের সবুজ দেয়াল হিসাবেই রক্ষা করে আসছে। বর্তমানে ১৩ হাজার ৯ শত ৪৬ একর নিয়ে গড়ে উঠেছে প্রকৃতির সবুজ বেষ্টনী। এখানেই রয়েছে কাকঁড়া, বাইন, কেওয়া ও গেওয়াসহ নানা প্রজাতির বৃক্ষ। এসব গাছের সংখ্যা ২ কোটি ৫০ লাখে অধিক। এখানে রয়েছে সাড়ে ৭ হাজার হরিণসহ বেশ কিছু বানর, ভাল্লুক, বন মোড়কসহ বিভিন্ন ধরনের বৈচিত্রময় প্রাণী ও উদ্ভিদ। হরিণের মিঠা পানির সংকট দুর করতে একটি পুকুর তৈরী করা হয়েছে, আরো বেশ কিছু পুকুর তৈরীর কাজ হাতে নেয়া হয়েছে।
জেলা বন কার্যালয় সূত্রে জানা গেছে, কুকরী-মুকরীকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে প্রায় ১০  কোটি টাকা ব্যায়ে আধুনিক রেস্ট হাউজ ও ১৫ লাখ টাকা ব্যায়ে পাখি পর্যটন কেন্দ্র করা হয়েছে। তিনতলা বিশিষ্ট রেস্টহাউজে ২০ টি আবাসিক রুম রয়েছে। এছাড়াও প্রশিক্ষণ, সভা, সেমিনার ও ওয়ার্কসপ কক্ষ রয়েছে। রয়েছে নিজস্ব জেনারেটর ও বিদ্যুৎ এবং সুপেয় পানির ব্যবস্থা। দেশী-বিদেশী পর্যটকদের সুবিধার্থে এসব ব্যবস্থা রাখা হয়েছে। পাখি পর্যবেক্ষণ কেন্দ্রের চারপাশে ঘুরতে আসা মানুষদের বসার স্থান হিসাবে বেঞ্চ ও ছাতা দেওয়া হয়েছে। এসব তথ্য নিশ্চিত করে ভোলার বিভাগীয় বন কর্মকর্তা বলেন, এতে করে কুকরী-মুকরী পর্যটকদের জন্য আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠছে, পাশাপাশি ভোগান্তিরও অবসান হযেছে। তিনি বলেন, ইতিমধ্যে এটি মানবসৃষ্ট বনে রুপান্তিত হয়েছে। বনে আরো কিছু সংখ্যক প্রাণী আনার প্রক্রিয়া চলছে। আগামী কয়েক বছরেই সুন্দরবনের মতই কুকরী-মুকরী পূণ্যতা পাবে।
সরেজমিনে দেখা গেছে, সাগরের বুক চিরে জেগে উঠেছে বড় বড় বিচ্ছন্ন সবুজের দ্বীপ। সেখানে লাখ লাখ গাছের সমারোহ। শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির কলতানে মুখরিত হয়ে উঠে এসব অঞ্চলের চারপাশ। কুকরীর বালুর ধুম ও নারিকেল বাগান মুগ্ধ করে ভ্রমণপিপাসু মানুষকে।  ছোট ছোট খাল, এর দু’পাড়ে দিয়ে বৃক্ষের সমারোহ। নৌকা ঘুরে প্রাণ জুড়িয়ে যায় বিনোদন প্রিয় মানুষের। এখানে বসেই সূর্যদয় ও সূর্যাস্তর সৌন্দয্য উপভোগ করা যায়।
কুকরীতে বিদ্যুৎ না থাকলেও রাতে কুকরী যেন সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠে। স্থানীয়রা জানান, খুব শিঘ্রই ২ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সৌর বিদ্যুৎ প্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে বে-সরকারী একটি সংস্থা। সেটি চালু হলেই কুকরীর দুই কিলোমিটার এলাকার বিদ্যুৎ  ভোগান্তির অবসান হবে। কুকরী-মুকরী রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, চর পাতিলা, পশ্চিম চর দিঘল, চর দিঘল, চর আলীম, চর জমিনসহ বেশ কিছু চর থাকলেও আরো নতুন দুটি চর জেগে উঠছে কুকরী-মুকরীতে। সেখানেও বৃক্ষ রোপনের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। মানুষকে মুগ্ধ করার পথে এগুচ্ছে কুকরী-মুকরী।
ঘুরতে আসা ঈমাম হোসেন, সাহাদাত ও সুমন জানান, এরআগে বহুবার কুকরী-মুকরীর নাম শুনেছি, কিন্তু কখনও আসা হয়নি। এখন কুকরীতে এসেই প্রাণ জুড়িয়ে গেলো। এখন শুধু থেকে যেতেই ইচ্ছে করে। এখানে আরো কিছু সুযোগ সুবিধা বাড়িয়ে দিলে অনেক ভালো হতো।
স্থানীয় বাসিন্দা জাহাগীর হোসেন বলেন, দেশের অন্য স্থানে আসতে ঝক্কি ঝামেলা বেশী থাকলেও কুকরীতে অনায়াসে নৌ পথে আসা যায়। এতে খরচও খুবই কম। কিন্তু  এক সময় এখানে মানুষের জন্য থাকা-খাওয়া সু ব্যবস্থা না থাকায় মানুষকে ফিরে যেতে হয়েছে তাও এখন নাই প্রায় ১০ কোটি টাকা ব্যায়ে আধুনিক রেস্ট হাউজ নির্মাণ করা হয়েছে।
শাহে আলম, সাগর ও জুয়েল বলেন, শীত মৌসুমে কুকরীতে অন্তত ৫০/৭০ টি পিকনিক দল ঘুরতে আসে। তারা পিকনিক করে চলে যায়। এখানকার সৌন্দয্য দেখে অনেকেই মুগ্ধ।
কুকরী-মুকরী ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, বাংলাদেশের মধ্যে কুকরী-মুকরী একটি পরিচিত নাম। এখানে দেশ বিদেশ থেকে মানুষ ঘুরতে আসেন। কিন্তু আধুনিক সুবিধার অভাবে তারা প্রকৃতির পুরোপুরি তৃপ্তি গ্রহণ করতে পারছেন না। এখানে এখন আধুনিক হোটেলসহ থাকা- খাওয়ার ব্যবস্থা রয়েছে। সরকারের কাছে দাবী জানাচ্ছি, পর্যটন কেন্দ্র কুকরী-মুকরীতে যেন আরো কিছু প্রকল্প দেয়া হয়। এতে একদিকে যেমন এলাকার উন্নয়ন হবে অন্যদিকে দেশের সুনাম বয়ে আনবে।

-এফএইচ





চরফ্যাশন এর আরও খবর

চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস
বিএনপি জয়ী হতে পারবে না জেনে নির্বাচনে আসতে ভয় পায়: চরফ্যাশনে শিক্ষামন্ত্রী বিএনপি জয়ী হতে পারবে না জেনে নির্বাচনে আসতে ভয় পায়: চরফ্যাশনে শিক্ষামন্ত্রী
ভোলায় মহিষ পালনে স্বাবলম্বী হাজারো মহাজনেরা ভোলায় মহিষ পালনে স্বাবলম্বী হাজারো মহাজনেরা
ভোলায় তরমুজের বাম্পার ফলন, দালালদের কাছে জিম্মি  চাষীরা ভোলায় তরমুজের বাম্পার ফলন, দালালদের কাছে জিম্মি চাষীরা
ভোলায় যুবদলের ৭ ইউনিটের আংশিক আহবায়ক কমিটি ঘোষণা, মিষ্টি বিতরণ ভোলায় যুবদলের ৭ ইউনিটের আংশিক আহবায়ক কমিটি ঘোষণা, মিষ্টি বিতরণ
চরফ্যাশনের দুই ইউপি নির্বাচনে ৮ চেয়ারম্যান প্রার্থীসহ ১শ’ ১৪ জনের মনোনয়ন দাখিল চরফ্যাশনের দুই ইউপি নির্বাচনে ৮ চেয়ারম্যান প্রার্থীসহ ১শ’ ১৪ জনের মনোনয়ন দাখিল
চরফ্যাশনে যুবদল নেতাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম চরফ্যাশনে যুবদল নেতাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম
চরফ্যাশনে যুবদল নেতাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম চরফ্যাশনে যুবদল নেতাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম
চরফ্যাশনে ৫ কোটি টাকার অবৈধ কারেন্ট জালে আগুন চরফ্যাশনে ৫ কোটি টাকার অবৈধ কারেন্ট জালে আগুন
চরফ্যাশনে আসলামপুর নুরে  আলম মাস্টারের গণসংযোগ চরফ্যাশনে আসলামপুর নুরে আলম মাস্টারের গণসংযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।