শিরোনাম:
●   ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ভোলার সংবাদ
মঙ্গলবার ● ১২ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি » `নিজের শ্রম আর মেধাকে কাজে লাগালে সাফল্য নিশ্চিত’
প্রথম পাতা » অর্থনীতি » `নিজের শ্রম আর মেধাকে কাজে লাগালে সাফল্য নিশ্চিত’
৫৬৪ বার পঠিত
মঙ্গলবার ● ১২ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

`নিজের শ্রম আর মেধাকে কাজে লাগালে সাফল্য নিশ্চিত’


 ---

স্টাফ রিপোর্টার: নিজের শ্রম আর মেধাকে কাজে লাগালে সাফল্য নিশ্চিতএমন কথাকেই বাস্তবে প্রমাণ করেছেন  ভোলারগ্রামীণ জন উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।

তিনি কৃষি সফল যুব সংগঠক হিসাবে বিশেষ অবদান রেখে পুরষ্কার   পেয়েছেন। বিশেষ করে সফল যুব সংগঠক হিসাবে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর হাত থেকে নেয়া পুরষ্কারটি দ্বীপজেলা  ভোলার সুনাম বয়ে এনেছে। কাজের স্বীকৃতি পেয়ে তিনিও বেশ আনন্দিত।

পুরষ্কার প্রাপ্তি বিষয়ে আলাপকালে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন বলেন, সব সময়ই গ্রামীণ জনপদের মানুষের কল্যাণ এবং ভাগ্য উন্নয়নের জন্য কিছু করার চিন্তা ভাবনা মাথায় ছিলো। সাংবাদিকতা পেশা ছেড়ে দিয়ে কয়েকজন সঙ্গী নিয়ে গড়ে তোলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা।

এমবিএ পাশ করা জাকির হোসেন মহিন তার নিজের মেধাকে কাজে লাগিয়ে ৯৭ সাল থেকে ২০১৫ পর্যন্ত মাত্র ১৮ বছরেই বেশ সফলতার মুখ দেখতে পান। শুরু থেকেই গ্রামের যুবক-যুবতীদের জন্য আতœকর্মসংস্থান গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেন।

এসব প্রশিক্ষণের মধ্যে রয়েছে ছাগল গাভী পালন, বাই সাইকেল, মটরসাইকেল শ্যালো ইঞ্জিন সার্ভেসিং এবং  সেলাই মেশিন। এছাড়াও আধুনিক প্রযুক্তিতে ধান, গম, ভুট্টা এবং সবজি চাষ নকশী টুপির। প্রশিক্ষণ ছাড়াও এসব কাজ সফলভাবে করার জন্যে নগদ অর্থিক সহযোগীতাও করা হয় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে।

জাকির  হোসেন মহিন বলেন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহযোগীতায় প্রশিক্ষণ নিয়ে  ভোলায় পর্যন্ত প্রায় ২০ হাজার যুবক-যুবতীর আতœকর্মসংস্থান হয়েছে। এখনও প্রশিক্ষণ নিচ্ছে আরো হাজার যুবক-যুবতী।

এছাড়াও ভোলার বিভিন্ন উপজেলায় ইউনিয়নে শাখা অফিস এরিয়া অফিস খোলা হয়েছে। তাছাড়া প্রধান কার্যালয়ে গ্রামীণ জন উন্নয়ন সংস্থায় নিয়োজিত প্রায় শতাধিক যুবক-যুবতীরা কাজ করে খুঁজে  পেয়েছেন কর্মসংস্থান।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ভোলার বিভিন্ন ক্লিনিকে গিয়ে গ্রামের মানুষ চড়া মূল্যে ওষুধ চিকিৎসা সেবা নিয়ে আরো বেশী দরিদ্র হয়ে পড়ছেন। তাই আগামী বছরের মধ্যে ভোলাতে একটি আধূনিক হাসপাতাল নির্মাণের কথা ভাবছেন তিনি। যেখানে দরিদ্র মানুষ স্বল্প মূল্যে চিকিৎসা সেবা পাবেন।

পুরষ্কার প্রাপ্তির অনুভূতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুরষ্কার শুধুমাত্র কর্মের স্বীকৃতি। অর্জন শুধু ব্যাক্তিগতভাবে তার নিজের নয়, তা ভোলাবাসীর বলেও উল্লেখ করেন তিনি। তিনি যুব সমাজের উদ্দেশ্যে বলেন, যুবকরা যে টুকু সময় পান, তা যেন ভালো কাজে ব্যয় করা হয়। যার মাধ্যমে নিজের দেশের জন্য অবদান রাখা যায়।

উল্লেখ্য, গতবছরের নভেম্বর জাতীয় যুব দিবসে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সফল যুব সংগঠক হিসাবে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন পুরষ্কার লাভ করেন। এছাড়া কৃষি কৃষকদের উন্নয়নে জন্য বরিশাল বিভাগের শ্রেষ্ঠ এনজিও পুরষ্কারআইএফডিসিঅর্জন করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।