শিরোনাম:
●   ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ভোলার সংবাদ
শুক্রবার ● ২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » খেলা » এর আগে যত সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া
প্রথম পাতা » খেলা » এর আগে যত সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া
৫০৫ বার পঠিত
শুক্রবার ● ২ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এর আগে যত সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া

এর আগে যত সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক • নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া। এমনটি অবশ্য নতুন নয় দলটির জন্য। এর আগেও অনেকবার সফর বাতিলের উদাহরণ রয়েছে অস্ট্রেলিয়ার। চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে সে সব সফর বাতিলের ঘটনায়। ১৯৯৬ শ্রীলঙ্কা: ১৯৯৫ সালে অস্ট্রেলিয়া সফরে লঙ্কান তারকা মুত্তিয়া মুরালিধরনকে বারবার ‘নো’ ডাকার পরই টান পড়েছিল অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার সম্পর্কে। ১৯৯৬ বিশ্বকাপের সপ্তাহখানেক আগে কলম্বো কেন্দ্রীয় ব্যাংকে তামিল টাইগারদের বোমা বিস্ফোরণে নিহত হন ৯১, আহত ১৪০০। এ ঘটনার পরই বেঁকে বসে অস্ট্রেলিয়া, সঙ্গে ওয়েস্ট ইন্ডিজও। স্বাগতিকদের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ দুটি তারা খেলতে যায়নি শ্রীলঙ্কায়। অগত্যা শ্রীলঙ্কা পেয়ে যায় ওয়াকওভার। অস্ট্রেলিয়া অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে ঠিকই মুখোমুখি হয়েছিল, ফাইনালে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কা।

২০০২ জিম্বাবুয়ে: ২০০২ সালের এপ্রিলে জিম্বাবুয়েতে দুটি টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। সফরের ঠিক আগে নিরাপত্তার অজুহাত দেখিয়ে সফর বাতিল করে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের বিতর্কিত নির্বাচনের জবাবে অস্ট্রেলিয়া সরকার এমন সিদ্ধান্ত নিয়েছিল। অস্ট্রেলিয়া অবশ্য ২০০৩ বিশ্বকাপের গ্রুপ পর্বের একটি ম্যাচ খেলতে গিয়েছিলে জিম্বাবুয়েতে। এছাড়া ২০০৪ সালে দুই টেস্ট ও তিন ওয়ানডে সিরিজ খেলতেও জিম্বাবুয়েতে পা রেখেছিল অস্ট্রেলিয়া। সেবার আরেক গোল বাধল জিম্বাবুয়ে ক্রিকেটে। ফর্মকে গুরুত্ব না দিয়ে কেবল ‘বর্ণ কোটা’র ভিত্তিতে খেলোয়াড় নির্বাচনের প্রতিবাদে ধর্মঘট ডেকেছিল জিম্বাবুয়ের ১৩ শ্বেতাঙ্গ খেলোয়াড়। এর প্রতিবাদে স্টুয়ার্ট ম্যাকগিল নাম প্রত্যাহার করে নিলেও প্রায় পূর্ণ শক্তি নিয়েই অস্ট্রেলিয়া সফরটি করেছিল। তবে জিম্বাবুয়েকে টেস্ট থেকে বহিষ্কার করায় সফর তিনটি ওয়ানডেতেই সীমাবদ্ধ থাকে।

২০০২ পাকিস্তান: ২০০২ সালের মে মাসে নিউজিল্যান্ডের পাকিস্তান সফর চলার সময় করাচি টিম হোটেলের বোমা বিস্ফোরণে নিহত হন ১২ জন। সঙ্গে সঙ্গে সফর বাতিল করে কিউইরা। নিরাপত্তাজনিত কারণে ওই বছরের আগস্টে পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করে নেন গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্নের মতো অস্ট্রেলিয়ার সিনিয়র খেলোয়াড়েরা। এক পর্যায়ে সফরই বাতিল করে অস্ট্রেলিয়া।

২০০৮ পাকিস্তান

২০০৮ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে তিন টেস্ট ও পাঁচ ওয়ানডে খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। অ্যান্ড্রু সাইমন্ডসের মতো কয়েকজন সিনিয়র খেলোয়াড় তীব্র আপত্তি জানান এ সফর নিয়ে। শেষমেশ নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর বাতিল করে অস্ট্রেলিয়া। তবে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে ওই সফরের পাঁচটি ওয়ানডে অনুষ্ঠিত হয় নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে। আর টেস্ট সিরিজটি হয় ২০১০ সালের জুলাইয়ে, ইংল্যান্ডে।

বারবার নিরাপত্তাজনিত কারণে সফর বাতিল করলেও ভয়াবহ বোমা বিস্ফোরণের পরও অস্ট্রেলিয়ার খেলা চালিয়ে যাওয়ারও দৃষ্টান্ত রয়েছে। ২০০৫ সালের ৭ জুলাই লন্ডনে ভয়াবহ বোমা বিস্ফোরণে (‘৭ /৭’ নামে পরিচিত) নিহত হয়েছিলেন ৫২ জন, আহত ৭০০। এত বড় ঘটনার পরও ১০ ও ১২ জুলাইয়ে লন্ডনে ঠিকই সিরিজের অবশিষ্ট দুটি ওয়ানডে খেলেছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। এছাড়া ২০০৮ সালের নভেম্বরে মুম্বাই আক্রমণের পর তাৎক্ষণিকভাবে সিরিজের অবশিষ্ট দুটি ওয়ানডে না খেলেই ভারত ছেড়েছিল ইংল্যান্ড। তবে সপ্তাহখানেকের মধ্যে ইংলিশরা ফিরে এসেছিল টেস্ট সিরিজ খেলতে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।