শিরোনাম:
●   ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলা, মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

ভোলার সংবাদ
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » দুই নেত্রীসহ অনেক রাজনৈতিক নেতার ঈদ এবার দেশের বাইরে
প্রথম পাতা » রাজনীতি » দুই নেত্রীসহ অনেক রাজনৈতিক নেতার ঈদ এবার দেশের বাইরে
৫২২ বার পঠিত
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুই নেত্রীসহ অনেক রাজনৈতিক নেতার ঈদ এবার দেশের বাইরে

 ---

ঢাকা• দেশের জনপ্রিয় দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া বিদেশে ঈদ উদযাপন করছেন। ঈদের সময় এই প্রথম এক সঙ্গে দুই নেত্রী দেশের বাইরে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যে পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপন করবেন। এই দুই নেত্রী ছাড়াও আওয়ামী লীগ ও বিএনপির অনেক নেতাও দেশের বাইরে ঈদ করবেন। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বুধবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। শেখ হাসিনা ও খালেদা জিয়া রাজনীতিতে আসার পর দুজনই দেশের বাইরে একসঙ্গে ঈদ করেছেন, এ রকম ঘটনা মনে পড়ে না। তাঁরা সাধারণত দেশেই ঈদ করেন দলীয় নেতা-কর্মী ও স্বজনদের সঙ্গে। হজ বা অন্য কোনো উপলক্ষে একজন দেশের বাইরে থাকলেও আরেকজন দেশেই ঈদ করেছেন। এবারই ব্যতিক্রম হলো। ঈদুল আজহা তাঁরা পালন করলেন দেশের বাইরে। নেতা- নেত্রীদের ঈদ মানেই বাড়তি আনন্দ। ক্ষমতায় থাকলে সেই আনন্দ আরও বেড়ে যায়। বিরোধী দলে থাকলে মন কিছুটা খারাপ হয়ে যায়। প্রথা অনুযায়ী ঈদের দিনে দুই নেত্রী দলীয় নেতা-কর্মীর বাইরে বিভিন্ন পেশাজীবী ও কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে থাকেন। প্রায় একই সময়ে তাঁরা এই অনুষ্ঠানের আয়োজন করেন। কিন্তু স্থান ভিন্ন। গত রোজার ঈদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানটি ছিল খুবই কাছাকাছি। প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন তাঁর সরকারি বাসভবন গণভবনে। আর বিএনপির নেত্রী শুভেচ্ছা বিনিময় করেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে। দুই নেত্রীর শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানটিও বেশ কৌতূহলোদ্দীপক। তাঁরা দেশের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বিপরীত অবস্থান নেন। প্রধানমন্ত্রী হয়তো বললেন, দেশের মানুষ খুব ভালো আছে। তাদের মাথাপিছু আয় বেড়েছে, অর্থনীতির উন্নতি হচ্ছে। তাই তারা আনন্দের সঙ্গে ঈদের উৎসবে শরিক হচ্ছে। আর তখনই বিএনপি নেত্রী বলবেন, দেশের মানুষ মোটেই ভালো নেই। তারা ঈদের উৎসবে শরিক হতে পারছে না। এবারে বিদেশে থাকলেও তাঁদের বক্তৃতা বিবৃতির ভাষায় তেমন হেরফের হবে বলে মনে হয় না। বিএনপির নেত্রী ইতিমধ্যে বলে দিয়েছেন, দেশের অবস্থা ভালো নয়। ঈদ পালনের পরিবেশ নেই। এবারে দুই নেত্রী একই সঙ্গে দেশের বাইরে থাকলেও তাঁদের সফরের উদ্দেশ্য ভিন্ন। প্রধানমন্ত্রী নিউইয়র্ক গিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে। সেখানে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যোগ দেবেন। একটি অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তাঁর যৌথ সভাপতিত্ব করার কথা রয়েছে। এ ছাড়া তিনি পরিবেশ রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকার জন্য �চ্যাম্পিয়নস অব দ্যআর্থ� শীর্ষক যে পুরস্কার পেয়েছেন, সেটিও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার কথা আছে। আর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে গিয়েছেন ব্যক্তিগত ও পারিবারিক সফরে। গত বছর ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর এটিই বড় ছেলে তারেক রহমানের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ। সেখানে তাঁর চিকিৎসা করানোরও কথা রয়েছে। এ ছাড়া দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা ঢাকা ও নিউইয়র্ক থেকে লন্ডনে গিয়ে পৌঁছেছেন। সে জন্য আশা করা যায়, দলের সাংগঠনিক বিষয়েও কথাবার্তা হবে। দুই নেত্রী দেশের বাইরে যাওয়ার আগে পরস্পরকে ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি। এ জন্য আমরাও তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই। তবে দুই নেত্রী একই দেশে ঈদ উদ্‌যাপন করছেন না। প্রধানমন্ত্রী ঈদ করলেন নিউইয়র্কে, আর বিএনপির নেত্রী ঈদ লন্ডনে। বাংলাদেশের মানুষ যখন শুক্রবার সকালে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করবেন, তার আগেই দুই নেত্রীর ঈদের আনুষ্ঠানিকতা শেষ হবে। কেননা লন্ডন ও নিউইয়র্কে তার আগেই ঈদ উদ্‌যাপিত হয়ে যাবে। তবে দেশের বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রী যখন বিদেশে ঈদ উদ্‌যাপন করবেন, তখন প্রায় এক কোটি বাংলাদেশি আত্মীয়স্বজন থেকে অনেক দূরে নিজ নিজ কর্মস্থলে থাকবেন। তাঁরাও নিজেদের মতো করে ঈদের আনুষ্ঠানিকতা শেষ করবেন বা করেছেন। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অধিবেশন উপলক্ষে তাকে নিউইয়র্কেই থাকতে হচ্ছে। সে হিসেবে তিনি ঈদও করবেন নিউইয়র্কে। তার পরিবারের সদস্যরাও ঈদের দিন তার সঙ্গে থাকবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী। ফলে তাদের ঈদও কাটবে নিউইয়র্কে।এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম পরিবারের সঙ্গে ঈদ করবেন লন্ডনে। রোববার তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন। স্পিকার শিরিন শারমীন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে যোগ দিতে বুধবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেন। ঈদের সময় তিনিও সেখানেই থাকছেন।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চোখের চিকিৎসা নিতে ১৫ সেপ্টেম্বর লন্ডনে যান। সেখানেই তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করবেন। দীর্ঘ ৮ বছর পর বড় ছেলে তারেক রহমান মাকে সঙ্গে নিয়ে লন্ডনে ঈদ পালন করছেন। এবার জিয়া পরিবারের সব সদস্য এক সঙ্গে সেখানে ঈদ উদযাপন করছেন। এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু ও তার ছেলে তাবিথ আউয়াল খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে লন্ডনে রয়েছেন। তারাও সেখানে ঈদ করবেন। দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এহসানুল হক মিলন, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এমএ কাইয়ুম, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমও লন্ডনে ঈদ করবেন। দীর্ঘ দিন থেকে প্রতি ঈদেও দিন দলের নেতাকর্মী, দেশী-বিদেশী কূটনীতিক এবং বিভিন্ন পেশাজীবীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে থাকেন খালেদা জিয়া। কিন্তু এবার দেশে না থাকায় তা হচ্ছে না। কিন্তু লন্ডনে ঈদের দিন প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ বিষয়ে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক জানান, বৃহস্পতিবার যুক্তরাজ্যে ঈদ উদ্যাপিত হবে। ওই দিন ম্যাডাম সর্বস্তরের প্রবাসীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে ওই অনুষ্ঠান আয়োজন করা হবে। দীর্ঘ দিন নিখোঁজ থাকার পর কয়েক মাস আগে ভারতের শিলংয়ে গ্রেফতার হন দলের যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমদ। শিলং ত্যাগ না করার শর্তে তাকে জামিন দেন স্থানীয় আদালত। বর্তমানে তিনি শিলংয়ের একটি রেস্ট হাউসে আছেন। পরিবারের সদস্যদের নিয়ে তিনি সেখানেই ঈদ করবেন। দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে থাকায় তিনি সেখানেই ঈদ করবেন। এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুকও যুক্তরাষ্ট্রে ঈদ করবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ কয়েক বছর ধরেই মধ্যপ্রাচ্যে ঈদ করছেন। চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু বর্তমানে ভারতে রয়েছেন। তারও ঈদ লন্ডনে করার কথা রয়েছে। প্রতিবার আওয়ামী লীগ এবং বিএনপি প্রধানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান থাকলেও এবার তা হচ্ছে না। আওয়ামী লীগের দুয়েক শীর্ষ নেতা ঈদে ঢাকায় থাকবেন। বাকি যারা দেশে রয়েছেন তারা তাদের নির্বাচনী এলাকায় ঈদ করবেন। এ দিকে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে প্রায় দুই মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদের দিনে বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে দলীয় কর্মসূচি থাকলেও তিনি এ কর্মসূচিতে থাকছেন না। তিনি চলে গেছেন তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে। বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে এবার ঈদ শুভেচ্ছা বিনিময় হবে কিনা এমন প্রশ্নের জবাবে দলটির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সে সুযোগ নেই।এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদও ঈদে থাকছেন রংপুরে। দেশের শীর্ষ নেতারা এবার ঈদে দেশে না থাকায় রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে রাষ্ট্র বিজ্ঞানী অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ বলেন, একজন গেছেন চিকিৎসার জন্য, আরেকজন জাতিসংঘের অধিবেশনে। তাছাড়া রাষ্ট্রপতি তো আছেনই। তিনিও শুভেচ্ছা বিনিময় করেন। এ নিয়ে রাজনৈতিক কর্মীদের মধ্যে কোনো প্রতিক্রিয়া হবে বলে আমার মনে হয় না।





রাজনীতি এর আরও খবর

ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন ভোলার তানভীর শিকদার, বিভিন্ন মহলের অভিনন্দন ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন ভোলার তানভীর শিকদার, বিভিন্ন মহলের অভিনন্দন
দেশে ফিরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন ইঞ্জিনিয়ার আবু নোমান দেশে ফিরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন ইঞ্জিনিয়ার আবু নোমান
মোহনপুর ইউপি উপনির্বাচন: সিইসি’র কাছে ভোটের পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগ মোহনপুর ইউপি উপনির্বাচন: সিইসি’র কাছে ভোটের পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগ
ভোলায় যুবদলের ৭ ইউনিটের আংশিক আহবায়ক কমিটি ঘোষণা, মিষ্টি বিতরণ ভোলায় যুবদলের ৭ ইউনিটের আংশিক আহবায়ক কমিটি ঘোষণা, মিষ্টি বিতরণ
চরফ্যাশনের দুই ইউপি নির্বাচনে ৮ চেয়ারম্যান প্রার্থীসহ ১শ’ ১৪ জনের মনোনয়ন দাখিল চরফ্যাশনের দুই ইউপি নির্বাচনে ৮ চেয়ারম্যান প্রার্থীসহ ১শ’ ১৪ জনের মনোনয়ন দাখিল
ভোলা-বরিশাল রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ, এমভি আওলাদ লঞ্চে ভাংচুরের অভিযোগ ভোলা-বরিশাল রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ, এমভি আওলাদ লঞ্চে ভাংচুরের অভিযোগ
চরফ্যাশনে যুবদল নেতাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম চরফ্যাশনে যুবদল নেতাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম
চরফ্যাশনে যুবদল নেতাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম চরফ্যাশনে যুবদল নেতাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম
চরফ্যাশনে আসলামপুর নুরে  আলম মাস্টারের গণসংযোগ চরফ্যাশনে আসলামপুর নুরে আলম মাস্টারের গণসংযোগ
চরফ্যাশনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, মোটরসাইকেলে আগুন, আহত ৫০ চরফ্যাশনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, মোটরসাইকেলে আগুন, আহত ৫০

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।