

বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনের নিখোঁজ ১২ জেলে পরিবারে চলছে শোকের মাতম
চরফ্যাশনের নিখোঁজ ১২ জেলে পরিবারে চলছে শোকের মাতম
আদিত্য জাহিদ• বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ঝড়ের কবলে পড়ে সাগরে ডুবে যাওয়া নিখোঁজ জেলেদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বামী, ছেলে ,পিতা হারিয়ে স্বজনরা বাকহীন হয়ে পড়েছে। পাথর ঘাটা , মহিপুর, আলিপুর এলাকায় কোষ্টগার্ড উদ্ধার অভিযান অব্যাহত রাখলেও রহিম কোম্পানীর ট্রলারের নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযান স্থগিত করে বাড়ি ফিরে আসছেন আঃ আলী মাঝি। নিখোঁজ জেলে পরিবারে মোবাইল ফোনে মাঝি এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানান নিখোঁজ নুরু মেস্ত্ররী স্ত্রী নুর চেহারা বেগম। ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা গ্রামের ৫ নং ওয়ার্ডে দোলেয়ার (৩৫) রাকিব (১৪) শাহাবুদ্দিন (২৫) আঃ ওহাব (৩৫) মোয়াজ্জেন (৪৫) আলমগীর ( ৪৫) মরণ ( ৩৫) ৮ নং ওয়ার্ডের নুরু মেস্তরী ( ৫০) মন্নান (৭০) ৯ নং ওয়ার্ডের কালাম ( ৪০) ঈমাম হোসেন (৬০) মোজাম্মেল জেলেদের বাড়িতে বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা যায় শোকের মাতম। আসন্ন ঈদুল আযহার কোন ছোঁয়া নেই তাদের বাড়িতে। গত রোববার সকাল থেকে রাতে ঝড়ের সময় ঢালচর থেকে দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা গুলো ঘটেছে বলে উদ্ধার কৃত জেলে আঃ আলী মাঝি নিশ্চিত করেন।
ট্রলার মালিক আঃ রহিম মাঝি জানান, ঢালচর থেকে শনিবার বঙ্গোপসাগরে মাছ শিকারে গেলে ঝড়ের কবলে পড়ে উত্তাল ঢেউয়ের তোড়ে রোববার রাত আনুমানিক ২টার সময় তার ট্রলারটি ১৪ জন জেলে নিয়ে ডুবে যায়। অন্য ট্রলারের মাধ্যমে ট্রলারের মাঝি আবদুল আলী ও শাজাহান নামের দুই জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন ও ট্রলারের ১২ জন জেলে। এখন পযর্šÍ তাদের লাশের সন্ধানও মিলেনি। ঢালচর মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি সালাম হাওলাদার জানান, এখন পযর্ন্ত মহিপুর এলাকার আশেপাশে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। বরিশাল ডিভিশনাল কোষ্টগার্ড অফিস সুত্রে জানান, বৃহস্পতিবার সকালে পাথর ঘাটা এলাকা থেকে ১২ জন জেলেকে উদ্ধার করা হয়েছে তাদের সকলের বাড়ি পাথর ঘাটা ও বাগের হাটের শাহআলী এলাকায়।