

বৃহস্পতিবার ● ৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে বিষপানে এক কিশোরীর মৃত্যু
চরফ্যাশনে বিষপানে এক কিশোরীর মৃত্যু
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনের দক্ষিণ আইচা থানাধীন দক্ষিন চর মানিকা গ্রামে বৃহস্পতিবার দুপুরে আকলিমা (১৪) নামের এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। নিহত আকলিমা উপজেলার দক্ষিণ মানিকা গ্রামের আলাউদ্দিনের মেয়ে। স্থানীয়রা জানান, আকলিমা বিষপানে আক্রান্ত হলে তার স্বজনরা তাকে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে জানতে দক্ষিণ আইচা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, বিষপানের কথার বিষয়টি কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।
-আমির/রাজ