

সোমবার ● ৫ আগস্ট ২০১৯
প্রথম পাতা » কৃষি » বোরহানউদ্দিনে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন
বোরহানউদ্দিনে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন
বোরহানউদ্দিন প্রতিনিধি: বোরহানউদ্দিনে উপজেলা কৃষি সম্প্রসারণ এর আয়োজনে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা-২০১৯ উদ্বোধন করা হয়। সোমবার বেলা ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ ও পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম। সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র্যালি শেষে ফিতা কেটে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরির্দশন করেন অতিথি বৃন্দ। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর হলরুমে ‘‘ পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’’ প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার খালেদা খানম রেখা’র সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াছমিন ও উপজেলা কৃষি অফিসার মো: ওমর ফারুক প্রমূখ। উক্ত অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা-কর্মচারী, কৃষক, নার্সারি মালিকগণ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন সরকারি ও বেসকারী প্রতিষ্ঠান স্টল নিয়ে অংশ গ্রহণ করেন।
-এএম/এফএইচ