

মঙ্গলবার ● ২৭ মার্চ ২০১৮
প্রথম পাতা » কৃষি » ভোলায় বিজ্ঞান, কৃষি, প্রযুক্তি ও উদ্ভাবনী মেলার উদ্বোধন
ভোলায় বিজ্ঞান, কৃষি, প্রযুক্তি ও উদ্ভাবনী মেলার উদ্বোধন
স্টাফ রিপোর্টার: ভোলায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে দু’দিন ব্যাপী বিজ্ঞান, কৃষি, প্রযুক্তি এবং উদ্ভাবনী মেলার উদ্বোধন হয়েছে। বুধবার বিকেল ৪টায় শহরের ওবায়দুল হক মহাবিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল হক।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফের সহকারি ম্যানেজার সুমন চৌধুরী মনি, পিকেএসএফের ডেপুটি ম্যানেজার মো: মনিরুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক মো: হুমায়ুন কবীর, আরটিভি ও যুগান্তর প্রতিনিধি প্রভাষক অমিতাভ রায় অপু। উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংস্কৃতি ব্যাক্তিত্ব মশিউর রহমান পিংকু।
মেলায় ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নলিনী দাস মাধ্যমিক বিদ্যালয়, আব্দুর রব স্কুল এন্ড কলেজ, শহিদ জিয়া আদর্শ গার্লস স্কুল এন্ড কলেজ, মাছুমা খানম বালিকা বিদ্যালয়, ক্ষুদে বিজ্ঞানী সংসদ, ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়, টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ে পক্ষ থেকে মেলায় প্রদর্শনী স্টল রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
-ইএইচই/এফএইচ