

রবিবার ● ৭ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে নন্দননগর গ্রন্থের মোড়ক উম্মোচন
চরফ্যাশনে নন্দননগর গ্রন্থের মোড়ক উম্মোচন
নিজস্ব প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে শনিবার সন্ধ্যার পর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমন্বয় পরিষদ কার্যালয়ে সেকায়েপ প্রকল্পের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির পরিবারের আয়োজনে চরফ্যাশনের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক “নন্দননগর” নামের একটি গ্রন্থের মোড়ক উম্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমন্বয় পরিষদের সভাপতি মো. হুমায়ূন কবির রাজনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন করিমজান কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আ. খালেক. হাজারিগঞ্জ হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মঈনুদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন নন্দননগর গ্রন্থের সম্পাদক ও সেকায়েপের প্রোগ্রাম অফিসার হাসিবুল হাসান, অনুষ্ঠান পরিচালনা করেন আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাও. রুহুল আমিন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি “নন্দননগর” গ্রন্থের মোড়ক উম্মোচন করেন।
-এমএআরএম/এফএইচ