

মঙ্গলবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » চরফ্যাশনে তিন দিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন
চরফ্যাশনে তিন দিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩দিন ব্যপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলা পরিষদ চত্বরে এই মেলা উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, কৃষি সম্পসারণ কর্মকর্তা জাফর হোসেন প্রমুখসহ উপ-সহকারী কর্মকর্তাগন ও উপজেলা প্রশাসন কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। মেলায় হরেক রকমের ফল ফুলসহ বিভিন্ন কৃষি প্রযুক্তি সাজানো ছিল। এই সময় সাধারণ মানুষ মেলা ভীর জমাতে দেখা যাচ্ছে। প্রতিবছর এই মেলা হয় ঝাকজমক ভাবে। উপজেলা বিভিন্ন স্থান থেকে কৃষির নির্ভর যন্ত্রাধীও উপস্থিত রাখা হয।
-এমএএইচ/এফএইচ