

শুক্রবার ● ২১ জুলাই ২০১৭
প্রথম পাতা » কৃষি » ভোলার চরে মহিষ খামারীদের মতবিনিময় সভা
ভোলার চরে মহিষ খামারীদের মতবিনিময় সভা
বিশেষ প্রতিনিধি: ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চটকিমারা চরে শুক্রবার সকালে “উন্নত পদ্ধতিতে মহিষ পালন” শীর্ষক ভ্যালু চেইন উন্নত প্রকল্পের মহিষ খামারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ মতবিনিময় সভার আয়োজন করেছে। প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাত) এর কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার বিনয়েট থিয়েরী। বিশেষ অতিথি ছিলেন কনসালটেন্ড মেথিলড রিফেভলি, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর পেইজ প্রকল্পের জেনারেল ম্যানেজার আকন্দ মোঃ রফিকুল ইসলাম, সহকারি ব্যাবস্থাপক মজনু সরকার বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহি পরিচালক জাকির হোসেন মহিন, ডাঃ খলিলুর রহমান মতবিনিয় সভায় প্রায় অর্ধ শত মহিষ খামারী ও মালিক উপস্থিত ছিলেন।
পরে প্রাণী চিকিৎসার জন্য একটি ভ্রাম্যমান হাসপাতাল ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে একটি প্রানী রোগ নির্নয় কেšদ্র উদ্বোধন করা হয়।
-এসসি/এফএইচ