

বুধবার ● ৫ জুলাই ২০১৭
প্রথম পাতা » কৃষি » চরফ্যাশনে আমন বীজের জন্য হাহাকার, বরাদ্দের অভাবে কৃষকরা দিশেহারা
চরফ্যাশনে আমন বীজের জন্য হাহাকার, বরাদ্দের অভাবে কৃষকরা দিশেহারা
এম আমির হোসেন, চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে চলতি মৌসুমে বীজের জন্য সাধারণ কৃষকদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে। সরকারি ভাবে মানসম্মত বীজের অভাবে কৃষকগন দিশে হারা হয়ে পড়েছে। বরিশাল বিভাগের বিএডিসি কর্তৃপক্ষ চরফ্যাশনে প্রয়োজন মোতাবেক বীজ বরাদ্দ না দেয়ায় বীজের সংকট দেখা দিয়েছে বলে একাদিক বীজ ডিলার অভিযোগ তোলেছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চরফ্যাশন পৌরসভাসহ ২২টি ইউনিয়নে রয়েছে। ৭হাজার হেক্টর আবাদী জমি রয়েছে। ধান-চালের মূল্য বৃদ্ধি ফলে সাধারণ কৃষকরা চাষাবাদে পূর্বের তুলনায় বেশ আগ্রহ দেখা যাচ্ছে। ফলে চরফ্যাশনে বীজ সংকট দেখা দিয়েছে। সরকারি ভাবে চরফ্যাশনে চাহিদা মোতাবেক বীজ সরবরাহ হয়না।
কৃষক নুরুল ইসলাম বলেন, গত বছর অহরহ ব্রী-৫২, ২৩ ও হাইব্রীডসহ বিভিন্ন জাতের ধানের বীজ পাওয়া গেলেও চলতি বছরে মোরা বীজ সেই পাইনা। ফলে জমিতে উন্নত প্রযুক্তির ধান চাষাবাদে আমরা বিঘিœত হচ্ছি।
বীজ ডিলার (কৃষি বিতান) মনির হোসেন বলেন, গত বছর বরিশাল বিএডিসি অফিস কর্তৃপক্ষ সরকারি ভাবে বীজে লোকসান দেয়ায় এবার বীজ ধানের পরিমান কমিয়ে দিয়েছে। এই জন্যই চরফ্যাশনে বীজ সংকট দেখা দিয়েছে।
বীজ ডিলার মনোজ চন্দ্র রায় বলেন, চাহিদার তুলনায় বীজের পরিমান বরাদ্দ না দেয়ায় সংকটের সম্মুখিত হতে হয়েছে। চরফ্যাশন উপজেলায় চাহিদা মোতাবেক বীজ ধান বরাদ্দের দাবী জানিয়েছেন সাধারণ কৃষক।
উপজেলা কৃষি কর্মকর্তা মনোতোষ সিকদার বলেন, সার, রবিশস্য ও সবজিসহ সরকারি ভাবে বিভিন্ন কর্মকান্ডের সাথে আমরা সরাসরি সম্প্ক্তৃ থাকলেও বীজ সরবরাহ প্রতিষ্ঠান (বিএডিসি) সাথে আমাদের যোগাযোগ তেমন নেই। কি পরিমান বীজ চরফ্যাশনে আসছে তার কোন খতিয়ান আমারা সরকারি ভাবে জানানো হয়না। ফলে বীজের বিষয় আমরা অফিসিয়ালী ভাবে কেই প্রশ্ন করলে উত্তর দিতে পারিনা। সরকারি ভাবে কৃষি বিষয়ক যেকোন বিষয় তথ্য বা কার্যক্রম আমাদের অবগত থাকার নির্দেশনা রয়েছে। আমরা বীজের বিষয় তা পায়না। এমনকি বরিশাল বিএডিসির দায়িত্বে নিয়োজিত কোন কর্মকর্তার মোবাইল নাম্বারও তার কাছে নেই। তিনি আরো বলেন, পর্যাপ্ত পরিমান মানসম্মত বীজ সরবহরাহ না করায় সংকট দেখা দিয়েছে।
-এফএইচ