

বুধবার ● ২৪ মে ২০১৭
প্রথম পাতা » বিনোদন » অপুকে সাহস যোগাচ্ছেন দর্শক
অপুকে সাহস যোগাচ্ছেন দর্শক
ডেস্ক: অপু বিশ্বাস জানালেন, বড়পর্দায় ফিরতে দর্শক-ভক্তরা তাকে সাহস যোগাচ্ছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রস্তুতি নিচ্ছেন এ নায়িকা।
‘কোটি টাকার কাবিন’-খ্যাত অপু ফেসবুকে মঙ্গলবার রাতে লেখেন, ‘আমি সত্যি আনন্দিত এবং কৃতজ্ঞ! শেষ এক বছর আমি বড়পর্দায় না থাকা সত্বেও আপনারা আমাকে অসম্ভবভাবে সমর্থন করার জন্য। আপনাদের ভালোবাসা আমাকে আবারো সাহস যোগাচ্ছে আপনাদের মাঝে ফিরে আসার জন্য, আমিও প্রস্তুতি নিচ্ছি ফেরার। আশা করি আপনারা বরাবরের মতো আমাকে সমর্থন দেবেন। সবার প্রতি ভালোবাসা, সবাই ভালো থাকুন।’
সর্বশেষ ঈদুল ফিতরে ‘সম্রাট’ সিনেমায় দেখা যায় অপু বিশ্বাসকে। একবছর পর এবারের ঈদে মুক্তি পাবে বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’। এ সিনেমায় অপুর বিপরীতে আছেন শাকিব খান।
এছাড়া অসমাপ্ত রয়েছে শাকিব-অপু অভিনীত কয়েকটি সিনেমা। এর মধ্যে উল্লেখযোগ্য মা, পাঙ্কু জামাই ও মাই ডার্লিং।
একবছর অন্তরালে থাকার পর এপ্রিলে হুট করে টেলিভিশন লাইভে সন্তানসহ হাজির হন অপু। জানান, ৮ বছর আগে শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে। আরো জানান, শিগগিরিই বড়পর্দায় ফিরছেন তিনি।