

সোমবার ● ১ জুন ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » ভোলায় জাতীয় কবির ১১৬তম জন্মজয়ন্তী উপলক্ষে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ভোলায় জাতীয় কবির ১১৬তম জন্মজয়ন্তী উপলক্ষে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশেষ প্রতিনিধি:: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে ভোলা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে আলেচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ভোলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মো.সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ। সভায় বক্তারা জাতীয় কবির জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। পরে জেলা শিল্পকলা একাডেমীরর শিল্পীরা মনোজ্ঞ গাণ, নৃত্য ও কবিতা পরিবেশন করেন।