

সোমবার ● ১ জুন ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » লালমোহনে বিদ্যুৎ স্পৃষ্টে স্কুল ছাত্র নিহত
লালমোহনে বিদ্যুৎ স্পৃষ্টে স্কুল ছাত্র নিহত
লালমোহন প্রতিনিধি :: ভোলার লালমোহনের কালমা ইউনিয়নের পূর্ব চরলক্ষ্মী গ্রামে অবৈধ বিদ্যুতের তারে জড়িয়ে শামীম (১০) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসু মেলেটারী ও সাহাবুদ্দিন নামের দুই ডিস ব্যবসায়ী মোজাফ্ফর দুর্লভ বাড়ির দরজার মসজিদ থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ডিস লাইন চালাচ্ছিল। পথিমধ্যে বিদ্যুৎ লাইনটি ছিড়ে মাটিতে পড়েছিল। সোমবার দুপর ১২ টায় বালুর চর দালাল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ছুটি দিলে ওই স্কুলের ২য় শ্রেণীর ছাত্র শামীম বাড়ি ফেরার সময় পথিমধ্যে ছেড়া বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। শামীমের অকাল মৃত্যুতে তার পরিবারসহ স্থানীয়দের মধ্যে শোকের ছাঁয়া নেমে আসে।