শিরোনাম:
●   ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলা, সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ভোলার সংবাদ
শুক্রবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » ইউপি ভোটে ব্যাপক সহিংসতার আশঙ্কা: নির্বিকার ইসি
প্রথম পাতা » জাতীয় » ইউপি ভোটে ব্যাপক সহিংসতার আশঙ্কা: নির্বিকার ইসি
৪৬০ বার পঠিত
শুক্রবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউপি ভোটে ব্যাপক সহিংসতার আশঙ্কা: নির্বিকার ইসি

 ---

ঢাকা : দলীয় প্রতীকে প্রথমবারের মতো অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে নিশ্চিত সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। তবে এবারের সহিংসতা প্রতিপক্ষ দলের প্রার্থী-কিংবা সমর্থকদের সঙ্গে নয়। সংঘর্ষ হবে নিজ দলের মনোনীত ও বিদ্রোহী প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যেই। নির্বাচনী মাঠ চষে বেড়ানো গোয়েন্দা সংস্থার সদস্যরা এরই মধ্যে এমন প্রতিকূল পরিস্থিতির কথা জানিয়েছে সংশ্লিষ্ট দফতর ও নির্বাচন কমিশনকে (ইসি)। তবে মাঠের অবস্থা বিবেচনায় স্থানীয় সরকারের বৃহৎ পরিসরের এই নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর হয়ে উঠেছেন ইসি সংশ্লিষ্টরা। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উদ্যোগ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। ইতিমধ্যে পুলিশ সদস্যরা স্থানীয়ভাবে নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার কাজ শুরু করেছেন বলে জানা গেছে। ভোটের আগে আগে র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীও মাঠে নামবে। এছাড়া জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও থাকবেন। সবমিলিয়ে এবারের ইউপি ভোট শান্তিপূর্ণ হবে বলেই মনে করছে ইসি। এদিকে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে প্রার্থীদের অভিযোগ আমলে নিচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ জমা হচ্ছে ইসি সচিবালয় ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। মনোনয়নপত্র জমা দেয়ায় বাধা, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য প্রার্থীকে হুমকি, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষপাতিত্ব ও মনোনয়নপত্র গ্রহণ না করার বিষয়ে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে। এসব অভিযোগের অধিকাংশ বিএনপি ও তাদের মিত্র ২০ দলীয় জোটের শরিক রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের। আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরাও অভিযোগ করছেন। অধিকাংশ ক্ষেত্রেই এসব অভিযোগের ব্যাপারে একরকম নির্বিকার কমিশন ও রিটার্নিং কর্মকর্তারা- অভিযোগ ক্ষতিগ্রস্ত প্রার্থীদের। এ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ বলেন, অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। ওই অভিযোগে কার বিরুদ্ধে, কখন ও কী অপরাধ তা উল্লেখ করতে হবে। ঢালাও অভিযোগ আমলে নেয়া হবে না। তিনি দাবি করেন, এখন পর্যন্ত ইসি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পায়নি। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠান করতে চার দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট গ্রহণের দিন, আগের দু�দিন ও পরের দিন নির্বাচনী এলাকাগুলোতে পুলিশ, র‌্যাব এবং বিজিবির মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হবে। উপকূলীয় এলাকাগুলোতে থাকবে কোস্টগার্ড। প্রতিটি ভোট কেন্দ্র পাহারায় ১৭ জন পুলিশ ও আনসার মোতায়েন করা হবে। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবেন আইনশৃংখলা বাহিনীর ১৯ জন সদস্য। ইসি সূত্রে জানা গেছে এসব তথ্য।আরও জানা গেছে, এ নির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন তদারকি করতে ৩ মার্চ থেকে প্রতি উপজেলায় একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হচ্ছে। ইসির এ পরিকল্পনা আগামী ৩ মার্চ অনুষ্ঠেয় আইনশৃংখলা-সংক্রান্ত বৈঠকে উপস্থাপন করা হবে। ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান,মূলত ২০১১ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে যে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল, সেই আলোকে এবারের পরিকল্পনা নেয়া হয়েছে। ওই নির্বাচনে সেনা ও নৌবাহিনী সীমিত পরিসরে মোতায়েন করা হলেও এবার তা ইসির পরিকল্পায় রাখা হয়নি। পাশাপাশি কমিয়ে আনা হয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্য সংখ্যা। ২০১১ সালে প্রতিটি ভোট কেন্দ্র পাহারায় আইনশৃংখলা বাহিনীর ২০ জন সদস্য মোতায়েন করা হয়েছিল। স�প্রতি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের সাধারণ কেন্দ্রে ১৯ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আইনশৃংখলা বাহিনীর ২০ জন সদস্য মোতায়েনের পরও সহিংসতা হয়েছে। কেন্দ্রের বাইরেও বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছিল। অথচ ধাপে ধাপে ইউপি নির্বাচন করার পরও আইনশৃংখলা বাহিনীর সদস্য সংখ্যা কমিয়ে আনা হচ্ছে। ফলে এ নির্বাচন নিয়ে শংকা প্রকাশ করেছেন কোনো কোনো নির্বাচনী কর্মকর্তা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণার পর গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে যে হানাহানি হয়েছে তা চরম সহিংস রূপ নিতে পারে। গোয়েন্দা সংস্থার মাঠপর্যায়ের রিপোর্টে প্রাথমিকভাবে বলা হয়েছে, কোনো কোনো এলাকায় নিশ্চিত সহিংসতার আশঙ্কা রয়েছে। তবে প্রতিপক্ষের সঙ্গে হানাহানির চেয়েও অভ্যন্তরীণ কোন্দলে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতে পারে। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় এই সহিংসতায় জখমের ঘটনাও ঘটেছে। কোনো কোনো এলাকায় প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এবারই প্রথম দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইতিমধ্যে বিভিন্ন দলের পক্ষ থেকে মনোনয়ন পেয়ে চেয়ারম্যান পদপ্রার্থীরা প্রচারাভিযান শুরু করেছেন। এই মনোনয়ন এবং নির্বাচনী প্রচার নিয়েই শুরু হয়ে গেছে সহিংসতা। প্রথম ধাপের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটেছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৬নং টিকিকাটা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোশারেফ সাকুকে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর লোকেরা অপহরণ করে নিয়ে যায়। পরে আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের প্রচেষ্টায় তাকে অপহরণকারীরা ছেড়ে দেয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্ব�িদ্বতা না করার অনুরোধ করার পরও মনোনয়নপত্র জমা দিতে রওয়ানা করলে রাস্তা থেকে তাকে তুলে নির্জন স্থানে নিয়ে মারধর করে। এদিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিএনপি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেননি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। ওয়ার্কার্স পার্টির সভাপতি আবদুর রউফ, কুশোডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন, জয়নগর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজলুর রহমান, সোনাবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা শহীদুল ইসলাম, যুগিখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, দেয়াড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম হোসেনসহ একাধিক প্রার্থীর মনোনয়নপত্র কেড়ে নেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।এছাড়াও বাগেরহাটের চিতলমারী, পিরোজপুরের মঠবাড়িয়া, ঝালকাঠির বিভিন্ন ইউনিয়ন, খুলনার তেরখাদাসহ বিভিন্ন এলাকায় সহিংসতার খবর মিলেছে। নোয়াখালীর হাতিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে। এতে গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হন। সাতক্ষীরার আশাশুনিতে দু�পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। নীলফামারির ডিমলায় সহিংস ঘটনা ঘটে। নির্বাচনী মাঠে থাকবে ৫ হাজার পর্যবেক্ষক: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দৃষ্টি রাখতে মাঠে থাকবে প্রায় ৫ হাজার দেশি বিদেশি পর্যবেক্ষক। পর্যবেক্ষণ সংগঠনগুলো ইতিমধ্যেই নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। ইসি সূত্রে জানা গেছে, প্রথম ধাপের নির্বাচন পর্যবেক্ষণের জন্য এ পর্যন্ত ৯টি সংগঠনের ৪ হাজার ৮৪১ জন আবেদন করেছেন। সূত্র মতে, প্রথম ধাপে ইউপি নির্বাচনে কেন্দ্রীয় ?পর্যবেক্ষক থাকবেন ১২০ জন। এর মধ্যে জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জনিপপ) ৫ জন, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদের (বামসপ) ১৫ জন, ডেমোক্রেসি ওয়াচের ৮০ জন, আইন সহায়তা কেন্দ্রের (আসক) ২০ জন। আর স্থানীয় পর্যায়ে পর্যবেক্ষক থাকবেন ৪ হাজার ৮১৪ জন। এর মধ্যে জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের ৫ জন, আইন সহায়তা কেন্দ্রের ৩ হাজার ৭৬০ জন, ব্রতীর ৩০০ জন, সোসাইটি ফর রুরাল বেসিক নীডের (শ্রাবণ) ৭০৮ জন, পলিসি রিসার্স স্টাডিজ ফাউন্ডেশনের (পি.আর.এস.কে) ১৪ জন, বাকেরগঞ্জ ফোরামের ১২ জন এবং সাহিত্য ও সাংস্কৃত উন্নয়ন পরিষদের ১৫ জন।এ বিষয়ে নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ বলেন, এবারের নির্বাচন দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা পর্যবেক্ষণ করবেন। তিনি বলেন, পৌর নির্বাচনে বিদেশি কোনো পর্যবেক্ষক না থাকলেও এবার ইউপিতে পর্যবেক্ষক থাকবে। শান্তিপূর্ণভাবে নির্বাচন করার লক্ষ্যে এবং নির্বাচনী বিভিন্ন মেয়াদের কারণে ৬টি ধাপে নির্বাচন করা হচ্ছে। প্রথম ধাপের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা আগামী ২ মার্চে প্রতীক বরাদ্দের পরে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। ইসির ঘোষিত সময় অনুযায়ী ইউপির প্রথম ধাপের ভোট হবে ২২ মার্চ। এরপর ৩১ মার্চ ভোটগ্রহণ হবে দ্বিতীয় ধাপের। ৭১০টি ইউপিতে ভোট হবে এই ধাপে। তৃতীয় ধাপে ৭১১ ইউপিতে ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল। চতুর্থ ধাপে ৭২৮ ইউপিতে ভোটগ্রহণ হবে ৭ মে। পঞ্চম ধাপে ৭১৪টি ইউপির ভোটগ্রহণ করা হবে ২৮ মে এবং সর্বশেষ ষষ্ঠ ধাপে ৬৬০টি ইউপিতে ভোট হবে আগামী ৪ জুন। স্থানীয়ভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ এলাকায় এ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ৩ মার্চ বৈঠকে করবে নির্বাচন কমিশন (ইসি)। ৩ মার্চ শনিবার সকাল ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদের সভাপতিত্বে সকাল ১১টায় এ বৈঠকে শুরু হবে। এ নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রতি ধাপে মাঠে থাকবে দেড় লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এছাড়া এবারই প্রথম নির্বাচনী মাঠে ৪ দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মেতায়েনের প্রস্তাব রেখেছে ইসি। নির্বাচন কমিশন সূত্রে জানা যায় বৈঠকেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অব অফিসার,পুলিশ, বিজিবি, আনসার, এনএসআই, ডিজিএফআই, ডিবি ও কোস্টগার্ড, নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ সব বাহিনীর প্রতিনিধিরা এতে উপস্থিত থাকবেন। এ বিষয়ে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, আগামী ৩ মার্চ ইউপি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ভোটের পরিবেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। এখানে আমরা বিভিন্ন প্রস্তাবনা রাখবো। পরবর্তীতে বৈঠকে আলোচনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্ধারণ করা হবে। ইসি কর্মকর্তারা জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবারেই প্রথম ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চার দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে রাখার প্রস্তাবনা রাখা হয়েছে। এতে করে প্রতিটি ধাপে আইনশৃঙ্খলা বাহিনীর দেড় লাখ সদস্য নির্বাচনের মাঠে দায়িত্ব পালন করবে।ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে প্রাক-নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, নির্বাচনপূর্ব শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি, সন্ত্রাসী, মাস্তান ও চাঁদাবাজদের গ্রেপ্তার, তাদের দৌরাত্ম রোধের জন্য ব্যবস্থা গ্রহণ, বিভিন্ন নির্বাচনী কার্যক্রম গ্রহণ এবং নির্বাচনী দ্রব্যাদি পরিবহন ও সংরক্ষণের নিরাপত্তা বিধান, নির্বাচনী আইন ও আচরণবিধিসহ বিভিন্ন নির্দেশনা সুষ্ঠুভাবে প্রতিপালনের জন্য পরিবেশ তৈরি করা এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা-বিষয়ক কর্ম-পরিকল্পনা গ্রহণ। এই বিষয়গুলো বৈঠকে আলোচনার এজেন্ডাভুক্ত করা হয়েছে। বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, প্রথম ধাপে ৭৩৮টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে প্রায় ৭ হাজার ভোটকেন্দ্র রয়েছে। প্রথম ধাপের ইউপিসহ প্রতিটি ধাপের নির্বাচনে সাধারণ ভোট কেন্দ্রে পুলিশ ও ১২ জন আনসার মিলে মোট ১৭ জন ফোর্স মোতায়েনের পরিকল্পনা নিয়েছে ইসি। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ফোর্স রাখার পরিকল্পনা রয়েছে ১৯ জন করে। সূত্র জানায়, গত এক সপ্তাহে দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনকেন্দ্রিক সহিংস ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন। বিভিন্ন এলাকায় নির্বাচনকেন্দ্রিক চরম উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে যেসব এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ওইসব এলাকায় ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় ওইসব এলাকায় সহিংসতার ঘটনা ঘটতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন পরিচালন বিধিতে ইসি ও রিটার্নিং কর্মকর্তাকে বিশেষ ক্ষমতা দেয়া আছে। এতে অনিয়মের ঘটনায় নির্বাচন বন্ধের এখতিয়ার রয়েছে। গত বৃহস্পতিবার কমিশন সচিবালয়ে অনানুষ্ঠানিক এক বৈঠকে কয়েকটি অভিযোগের বিষয়ে আলোচনা হয়। যারা অভিযোগ করেছেন তাদের প্রতিকারের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বাকি পাঁচ ধাপের মনোনয়নপত্র দাখিলের সময়ে সম্ভাব্য প্রার্থীদের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় পর্যন্ত যাওয়ার পথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়ার সিদ্ধান্ত হয়। বাগেরহাটের মোরেলগঞ্জের বিএনপির চেয়ারম্যান প্রার্থী ফকির মোহাম্মদ শামিম আহসানকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেয়া হয়েছে। তিনি এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তিনি মোরেলগঞ্জের বারইখালী ইউনিয়ন থেকে প্রার্থী হয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার এসএম হাবিবুর রহমান বলেন, ওই চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সেখানকার আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী শফিকুর রহমান খানের ভাই উপজেলা যুবলীগ সভাপতি মুশফিকুর রহমান নাহার বিএনপি প্রার্থী ফকির মোহাম্মদ শামিম আহসানকে হুমকি দেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়। তবে নাহার তা অস্বীকার করেন। একই জেলার রামপালের বাঁশতলী ইউনিয়নের বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী এসএম আবদুল্লাহ আজমী ও স্বতন্ত্র প্রার্থী ফকির শাহাদাত হোসেন অভিযোগ করেন, মঙ্গলবার বিকালে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী ও তার লোকজন স্থানীয় প্রাণিসম্পদ অফিসের সামনে তাদের অপদস্থ করেছে। শাহাদাত হোসেন জানান, নির্বাচন অফিসে প্রার্থিতা যাচাই-বাছাইয়ের জন্য ডাকা হলে তিনি সেখানে যান। এ সময় অফিসে ঢোকার পথে মোহাম্মদ আলী চেয়ারম্যানের লোকজন তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দেন। এক পর্যায়ে মালেক, মোদ্দাসেরসহ বেশ কয়েকজন মারধর করে তাকে চলে যেতে বাধ্য করে। তিনি মোবাইল ফোনে বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন বলে জানান। একই সময়ে হামলার শিকার বাঁশতলী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রাথী এসএম আবদুল্লাহ আজমী বলেন, কয়েকদিন ধরে নানা লোভ ও ভয়ভীতি দিয়ে আসছিল আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলীর লোকজন। তাতে কাজ না হওয়ায় মঙ্গলবার বিকালে রামপাল উপজেলার সামনে পেয়ে তাকে শারীরিকভাবে নির্যাতনের পর তার সঙ্গে থাকা নির্বাচন সংক্রান্ত কাগজপত্র ছিনিয়ে নিয়েছে। তিনি নিজেকে অসহায় দাবি করে বলেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে কিনা তা নিয়ে তিনি শংকিত রয়েছেন। ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভোটের মাঠের বাস্তব চিত্র নির্বাচন কমিশনের নখদর্পণে রয়েছে। শান্তিপূর্ণ ভোটের পরিবেশ তৈরিতে ইসি কাজ করছে। এরই মধ্যে সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনাদেয়া হয়েছে।ভোটের আগে মাঠের পরিস্থিতি ইসির নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানান তারা।





জাতীয় এর আরও খবর

ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড
ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ!
তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাইসহ নিহত-৩ ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাইসহ নিহত-৩
ভোলায় বাস ও অটোরিকশা সংঘর্ষে দুই কলেজ ছাত্রীসহ নিহত ৪ ভোলায় বাস ও অটোরিকশা সংঘর্ষে দুই কলেজ ছাত্রীসহ নিহত ৪
ভোলা-বরিশাল রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ, এমভি আওলাদ লঞ্চে ভাংচুরের অভিযোগ ভোলা-বরিশাল রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ, এমভি আওলাদ লঞ্চে ভাংচুরের অভিযোগ
ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ৪, নৌযান চলাচল শুরু ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ৪, নৌযান চলাচল শুরু
ভোলায় সিত্রাংয়ের প্রভাবে জনজীবন বিপর্যস্ত, ৭ নম্বর সংকেত, নৌযান চলাচল বন্ধ, বিদ্যুৎ বিছিন্ন,৭৪৬ আশ্রয় কেন্দ্র প্রস্তুত ভোলায় সিত্রাংয়ের প্রভাবে জনজীবন বিপর্যস্ত, ৭ নম্বর সংকেত, নৌযান চলাচল বন্ধ, বিদ্যুৎ বিছিন্ন,৭৪৬ আশ্রয় কেন্দ্র প্রস্তুত
ভোলার ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উপ-পরিচালকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভোলার ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উপ-পরিচালকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।