শিরোনাম:
●   ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলা, শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ভোলার সংবাদ
মঙ্গলবার ● ২ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » গাজীপুরের সোয়েটার কারখানার আগুন: শতকোটি টাকার ক্ষতি
প্রথম পাতা » জাতীয় » গাজীপুরের সোয়েটার কারখানার আগুন: শতকোটি টাকার ক্ষতি
৫৮৭ বার পঠিত
মঙ্গলবার ● ২ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরের সোয়েটার কারখানার আগুন: শতকোটি টাকার ক্ষতি

  ---

গাজীপুর: গাজীপুরের বোর্ডবাজার সংলগ্ন ছয়দানা এলাকায় মেট্রিক্স সোয়েটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শতকোটি টাকার পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটকে টানা কাজ করতে হয়েছে ৬ ঘণ্টা ধরে।তবে সোয়েটার অ্যাক্রিলিক ও সিনথেটিক জাতীয় উপাদানে তৈরি হওয়ায় আগুন পোড়ার সময় প্রচুর পরিমাণ বিষাক্ত গ্যাস বের হচ্ছিল। এ গ্যাসে ফায়ার সার্ভিসের কর্মীসহ কারখানার অনেকেই অসুস্থ হয়ে পড়ে। গ্যাস নিয়ন্ত্রণ ও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে তাই বেগ পেতে হয় দমকলকর্মীদের।মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে মেট্রিক্স সোয়েটার কারখানার অষ্টমতলা ভবনে আগুনের সূত্রপাত হয়। অষ্টম তলা থেকে তা তৈরি পোশাকে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে নিয়ন্তণের বাইরে চলে যায়। মেট্রিক্স সোয়েটার কারখানা কর্তৃপক্ষের দাবি, আগুনে শতকোটি টাকা উপরে তৈরি সোয়েটার ও পণ্যের ক্ষয়-ক্ষতি হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, চারদিন আগেও একই কারখানার অভ্যর্থনা কক্ষে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। পরে নিজেরাই আগুন নিভিয়ে ফেলে। তবে আজ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টা করতে হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়-ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের আগে বলা যাবে না। গাজীপুর মহানগরীর বোর্ডবাজার মালেকের বাড়ি এলাকার মেট্রিক্স সোয়েটার কারখানার আগুন সাড়ে ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের গাজীপুরের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান এ তথ্য জানান।মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় মহানগরীর বোর্ডবাজার মালেকের বাড়ি এলাকায় মেট্রিক্স সোয়েটার কারখানার অষ্টম তলায় আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও ঢাকাসহ আশপাশের জেলার ২০টি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের ধোঁয়া এখনো রয়েছে।এদিকে মেট্রিক্স সোয়েটার কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) মজিবুর রহমান জানান, শ্রমিকরা সকালে কাজে যোগ দেয়ার পর আগুন লাগে। তবে ভবনে কেউ আটকা পড়েনি। অষ্টম তলা ভবনের ফ্লোরটি কারখানার গোডাউন হিসেবে ব্যবহার হতো। ইউরোপসহ বিভিন্ন দেশের অর্ডার করা মালামাল সেখানে মজুত ছিল।উল্লেখ্য, এর আগে ২৯ জানুয়ারি আগুন লাগার ঘটনা ঘটেছিল। এনিয়ে দু�বার আগুন লাগার ঘটনা ঘটলো। অপর দিকে আগুন নেভাতে আসা এলাকার কিছু লোকজন ধোঁয়ায় আহত হলে তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। অগ্নিকা�ের সময় ঢাকা�ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে এলে যান চালাচল শুরু হলেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিরাপত্তার কারণে আশপাশের পোশাক কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়। টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোরশেদুল ইসলাম জানান, সকাল সোয়া ৭টার দিকে ওই কারখানার অষ্টম তলা ভবনের অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়ে দ্রুত সেখানে থাকা তৈরি পোশাকে ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টারের পরিচালক এ কে এম শাকিল নেওয়াজ বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ওই আগুনের খবর পেয়ে আশে-পাশের ফায়ার স্টেশনে খবর পাঠানো হয়। ৮টার মধ্যে ওইসব স্টেশন থেকে দমকল কর্মীরা গিয়ে আগুন নেভাতে শুরু করেন। ২৪টি ইউনিটের কর্মীরা অক্লান্ত চেষ্টা করে দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে পানি সঙ্কট থাকায় আগুন নেভাতে ও নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে। এসময় পার্শ্ববর্তী একাধিক কারখানার রিজার্ভ পানি নিয়ে আগুন নেভানো হয়।একেএম শাকিল আরো বলেন, অ্যাক্রিলিক ও সিনথেটিক জাতীয় উপাদানে তৈরি সোয়েটার পুড়ে যাওয়ার কারণে প্রচুর পরিমাণ বিষাক্ত গ্যাস বের হচ্ছিল। এ গ্যাসে ফায়ার সার্ভিসের কর্মীসহ কারখানার কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে আগুনের সূত্রপাত হলেও মূলত কারখানায় পানি সঙ্কটের কারণে আগুনের ভয়াবহতা বাড়ে। দমকল কর্মীরা আশেপাশের বিভিন্ন ডোবা, নালা ও কারখানার রিজার্ভ পানি নিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। শ্রমিকদের অভিযোগ, সময়মত পানি পেলে কারখানার আগুন এত দীর্ঘ সময় জ্বলতো না। আগুনে কারখানার অষ্টম তলার ফ্লোর ও মালামাল পুড়ে অঙ্গার হয়ে যায়। স্টিলের অবকাঠামোও আগুনের প্রচণ্ড তাপে গলে নিচে পড়তে থাকে। এক পর্যায়ে ফায়ার সার্ভিস কর্মীরা ওই ফ্লোরের কাঁচ ভেঙে ভেতরে পানি দেয়ার চেষ্টা করেন। তবে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ার কারণে ভেতরে পানি সরবরাহ করতে হিমশিম খেতে হয়। পরে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ভিমা মেশিন এনে পাইপ লাইনের মাধ্যমে ওই ফ্লোরে পানি সরবরাহ করা হয়। এরপরেই কমতে থাকে আগুনের ব্যাপ্তি। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।কারখানার কয়েকজন শ্রমিক জানান, সকালে কারখানায় কাজে যোগদান করে তারা আগুনের খবর পান। এসময় প্রচণ্ড ভিড় ঠেলে শ্রমিকদের কারখানার বাইরে বের করে দেয় কর্তৃপক্ষ। এসময় প্রচুর কালো ধোঁয়ায় কারখানাও আশপাশ এলাকা আচ্ছন্ন হয়ে যায়। কালো ও দুর্গন্ধযুক্ত ধোঁয়ার কারণে অনেক শ্রমিক শ্বাস কষ্টে ভোগেন। কারখানার এলাকার বাইরে হাজার হাজার জনতা আশেপাশের কারখানার ভবনের ছাদ, সড়কের ডিভাইডার ও উঁচু স্থানে দাঁড়িয়ে আগুনের ভয়াবহতা দেখতে থাকেন। পরিস্থিতি মোকাবেলায় বেশ কয়েক প্লাটুন পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যকে মোতায়েন করা হয়। এসময় জনতার ভিড় ঠেলে অগ্নিনির্বাপক গাড়িকে ঘটনাস্থলে পৌঁছতে বেশ বেগ পেতে হয়। এক পর্যায়ে জনতাকে পুলিশ হটিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়।এ অগ্নিকাণ্ডের তীব্রতা বেড়ে গেলে কারখানা থেকে প্রচুর ধোঁয়া বের হতে থাকে। এসময় আশে-পাশের উৎসুক জনতা গিয়ে কারখানার পাশ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থান নিয়ে আগুন দেখতে থাকেন। এতে ফায়ার সার্ভিসের গাড়ি ও মানুষের ভিড়ে মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে পড়ে। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার এ তথ্য জানিয়ে বলেন, নিরাপত্তার স্বার্থে আশপাশের কয়েকটি কারখানা মঙ্গলবারের জন্য ছুটি দেয়া হয়। এ ব্যাপারে নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাহারুল আলম জানান, কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঝুঁকি ও সমাস্যা এড়াতে ভোগড়া বাইপাস মোড়ে বেরিকেড দিয়ে ওই মহাসড়কের পূর্বপাশের লেনে ঢাকামুখী গাড়ি চলাচল দুপুর একটা পর্যন্ত বন্ধ রাখা। বিকল্প হিসেবে ঢাকাগামী যানবাহনগুলো ঢাকা বাইপাস সড়ক ব্যবহার করে মীরের বাজার ও টঙ্গী হয়ে চলতে দেয়া হয়। তবে প্রায় আধাঘণ্টা পর উত্তরবঙ্গগামী যানবাহন চলাচলের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিমপাশের লেনটি ছেড়ে দেয়া হয় । যাটিক্স সোয়েটার কারখানার পরিচালক (অর্থ) অনিমেষ মজুদার বলেন, অষ্টম তলায় রপ্তানি উপযোগী ফিনিশড সোয়েটার ছিল। এছাড়া শিপমেন্টের মালামাল, কার্টন, তেরি পোশাক পুড়ে শতকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা কারখানা পরিদর্শন ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।তদন্ত কমিটি গঠিত: জেলা প্রশাসক এসএম আলম জানান, ওই আগুনের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুপুরে গাজীপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামকে আহ�ায়ক করে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।





জাতীয় এর আরও খবর

ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড
ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ!
তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাইসহ নিহত-৩ ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাইসহ নিহত-৩
ভোলায় বাস ও অটোরিকশা সংঘর্ষে দুই কলেজ ছাত্রীসহ নিহত ৪ ভোলায় বাস ও অটোরিকশা সংঘর্ষে দুই কলেজ ছাত্রীসহ নিহত ৪
ভোলা-বরিশাল রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ, এমভি আওলাদ লঞ্চে ভাংচুরের অভিযোগ ভোলা-বরিশাল রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ, এমভি আওলাদ লঞ্চে ভাংচুরের অভিযোগ
ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ৪, নৌযান চলাচল শুরু ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ৪, নৌযান চলাচল শুরু
ভোলায় সিত্রাংয়ের প্রভাবে জনজীবন বিপর্যস্ত, ৭ নম্বর সংকেত, নৌযান চলাচল বন্ধ, বিদ্যুৎ বিছিন্ন,৭৪৬ আশ্রয় কেন্দ্র প্রস্তুত ভোলায় সিত্রাংয়ের প্রভাবে জনজীবন বিপর্যস্ত, ৭ নম্বর সংকেত, নৌযান চলাচল বন্ধ, বিদ্যুৎ বিছিন্ন,৭৪৬ আশ্রয় কেন্দ্র প্রস্তুত
ভোলার ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উপ-পরিচালকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভোলার ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উপ-পরিচালকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।