শিরোনাম:
●   ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলা, রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ভোলার সংবাদ
শুক্রবার ● ২২ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » খেলা » বঙ্গবন্ধু গোল্ড কাপের শিরোপা নেপালের
প্রথম পাতা » খেলা » বঙ্গবন্ধু গোল্ড কাপের শিরোপা নেপালের
৫০৮ বার পঠিত
শুক্রবার ● ২২ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধু গোল্ড কাপের শিরোপা নেপালের

 ---

ঢাকা : নতুন চ্যাম্পিয়ন পেল বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল।শিরোপা নির্ধারণী ম্যাচে বাহরাইনকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মত বঙ্গবন্ধু গোল্ডকাপ শিরোপা জিতলো হিমালয় কণ্যা নেপাল। আর এর ফলে দেশটির ২৩ বছরের শিরোপা অপেক্ষারও অবসান হলো। বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট-২০১৬ র চ্যাম্পিয়ন হওয়া নেপালকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায় রাজধানী ঢাকার বঙ্গবন্ধু ফুটবল স্টেডিয়ামে উপস্থিত হয়ে খেলা শেষে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকের খেলা অত্যন্ত উপভোগ্য হয়েছে। যারা রানার্সআপ ও চ্যাম্পিয়ন হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন।খেলা দেখে ভালো লেগেছে।চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় নেপালকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, হিমালয়ের দেশ নেপালকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তারা ভালো খেলেছে। আর এই আয়োজনের মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশে ফুটবল খেলা ছড়িয়ে যাবে, এমনটাই প্রত্যাশা করি।প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আয়োজনকে কার্যকরী উল্লেখ করে বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ চকৎকার উদ্যোগ নিয়েছে। যারা আয়োজনের সঙ্গে জড়িত এবং যারা কাজ করে গেছেন তাদের ধন্যবাদ ও অভিনন্দন। সবশেষে প্রধানমন্ত্রী আরও বলেন,নেপালের তো তুলনাই হয় না। সবাইকে অভিনন্দন।নেপালের খেলোয়ারদের হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী ।এ সময় রানার্সআপ বাহরাইন ফুটবল দলকেও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তাদের হাতে রানার আপের ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী।বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচে বাহরাইনকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে হিমালয় কন্যা নেপাল। আর এর ফলে দেশটির ২৩ বছরের শিরোপা অপেক্ষারও অবসান হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর কোনো আসরের ফাইনালে উঠে বাজিমাত করেছে নেপাল। উত্তেজনা ছড়ানো ম্যাচে বাহরাইনকে ৩-০ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের শিরোপা জিতেছে দক্ষিণ এশিয়ার দলটি।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের জালে গোল তিনটি করেন বিমল ঘারতি মাগার, বিশাল রায় ও নবযুগ শ্রেষ্ঠা। সর্বশেষ ১৯৯৯ সালের দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) ফাইনাল খেলেছিল নেপাল; সেবার নিজেদের মাঠে বাংলাদেশের কাছে হেরে শিরোপা স্বপ্ন গুঁড়িয়েছিল তাদের।ে নপালের সর্বশেষ শিরোপা জয়ের স্মৃতি ২৩ বছর আগের। ১৯৯৩ সালের দক্ষিণ এশিয়ান গেমসের ফুটবল ইভেন্টের ফাইনালে ভারতকে হারিয়েছিল তারা।পঞ্চম মিনিটে বিমলের গোলে এগিয়ে যায় নেপাল। অধিনায়ক বিরাজ মহারাজনের ক্রসে অঞ্জন চৌধুরীর হেড পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি গোলরক্ষক মাহবুব আলদোসেরি; বক্সের মধ্যে থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন বিমল।প্রায় ১৫ হাজার দর্শকের উপস্থিতি বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে প্রাণ ফিরেছিল। বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেপালের শিক্ষার্থী ও পেশাজীবিরাও এসেছিলেন দলকে সমর্থন করতে।দ্বিতীয়ার্ধে আক্রমণ, পাল্টা-আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণের সুযোগ হারান সেমি-ফাইনালে হ্যাটট্রিক করা নবযুগ শ্রেষ্ঠা। এই ফরোয়ার্ডের শট গ্লান্স করে কর্নারের বিনিময়ে ফেরান বাহরাইন গোলরক্ষক।একটু পরই বাহরাইনের সমতায় ফেরার সুযোগ নষ্ট করে দেন নেপাল গোলরক্ষক বিকেশ কুথু। অধিনায়ক আব্দুল আজিজ আল শেখের দূরপাল্লার শট ঝাঁপিয়ে পড়ে ফেরান তিনি।৬২তম মিনিটে নবযুগের বাড়ানো বল পোস্টের বাইরে দিয়ে মেরে ব্যবধান বাড়ানোর আরেকটি সুযোগ নষ্ট করেন নেপালের হেমান গুরুং।৮০তম মিনিটে নেপালের বিক্রম লামার সঙ্গে আহমেদ আলথুয়ানির বল দখলের লড়াই কুস্তিতে রূপ নেয়। ওই ঘটনায় বাহরাইনের আহমেদ ও নেপালের সুমন লামাকে লাল কার্ড দেখান রেফারি।৮৭তম মিনিটে নেপালের প্রথমবারের মতো গোল্ড কাপ জয় অনেকটাই নিশ্চিত করে দেন বিশাল রায়। বক্সের মধ্যে থেকে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে ক্রস দেন অঞ্জন। বল জালে পাঠাতে ভুল হয়নি বিশালের। শেষ দিকে বিমলের লম্বা করে বাড়ানো বল হেডে ঠিকানায় পৌঁছে দিয়ে নেপালের শিরোপা নিশ্চিত করে দেন নবযুগ। আর যোগ করা সময়ে বাহরাইনের অধিনায়ক আব্দুল আজিজ দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। প্রথমার্ধে এগিয়ে থাকা নেপাল দ্বিতীয়ার্ধে যেন আরও ক্ষুরধার। আর তাদের সেই ক্ষুরধার আক্রমণের দেখা মিললো দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে। বিমল ঘারতি মাগারের এগিয়ে দেয়া বল থেকে ব্যবধান বাড়াতে চেয়েছিলেন নাওয়ায়ুগ শ্রেষ্ঠা। কিন্তু তার শটটি ক্রস বারের উপর দিয়ে গেলে গোল বঞ্চিত হয় নেপাল। এর দুই মিনিট পর কাউন্টার অ্যাটাক গিয়ে নেপালের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে দূরপাল্লার শটে জালে বল জড়াতে চেয়েছিলেন আব্দুল আজিজ আল শেখ। কেন্তু নেপাল গোলরক্ষক বিকেশ কুঠু ঝাঁপিয়ে পড়ে বলটি রুখে দিলে বাহরাইনের সমতায় ফেরার লক্ষ্যটা ভেস্তে যায়।এরপর ৩৫ মিনিটে মাঝমাঠে নেপালের সুমন লামা ও বাহরাইনের আহমেদ আলথুয়াইনি হাতাহাতিকে জড়িয়ে পড়ায় দুজনকেই রেফারি লাল কার্ড দেখালে ১০ জনের দলের পরিণত হয় উভয় দল। ১০ জনের দলে পরিণত হওয়ার পর বাহরাইন সীমানায় আরেকটি দারুণ আক্রমণ চালায় নেপাল। অঞ্জন বিসতার ক্রস থেকে বিশাল রায় বাহরাইন জালে বল জড়ালে ২-০ গোলে এগিয়ে গেলে ম্যাচের নির্ধারিত সময় শেষের আগেই জয় দেখতে পায় নেপাল।এখানেই শেষ নয়, খেলা শেষদিকে ইনজুরি সময়ে অনুযোগ শ্রেষ্ঠার েেগালে ৩-০ তে এগিয়ে গেলে বড় জয় নিশ্চিত হয় নেপালের। ফলে ম্যাচ শেষে শিরোপা হারের যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়ে বাহরাইন আর নেপাল মাতে ২৩ বছর পর কোন শিরোপা জয়ের আনন্দে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।