শিরোনাম:
●   ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ভোলার সংবাদ
বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি » বিশ্ববাণিজ্য সংস্থার সম্মেলন নিয়ে সিপিডির তথ্য ভুল: তোফায়েল
প্রথম পাতা » অর্থনীতি » বিশ্ববাণিজ্য সংস্থার সম্মেলন নিয়ে সিপিডির তথ্য ভুল: তোফায়েল
৫১৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্ববাণিজ্য সংস্থার সম্মেলন নিয়ে সিপিডির তথ্য ভুল: তোফায়েল

 ---

ঢাকা : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সম্প্রতি কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিত বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের ১০ সম্মেলনের অর্জন সম্পর্কে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সংবাদ সম্মেলনে যে সকল তথ্য পরিবেশন করেছে তা সঠিক নয়। যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সম্মেলনে যোগদান করেছিল, তা সফল হয়েছে। বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার ঢাকায় বাণিজ্য মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) কর্তৃক সংবাদ সম্মেলনে পরিবেশিত তথ্যের প্রেক্ষিতে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।তিনি বলেন, বাংলাদেশ এলডিসি ভুক্ত দেশ সমূহের সমন্বয়কারী এবং মুখপাত্র। বাংলাদেশ এলডিসিভুক্ত সকল দেশের পক্ষে কাজ করেছে, বিভিন্ন ইস্যুতে যুক্তি উপস্থাপন করেছে এবং তা সফল হয়েছে। মিনিস্টেরিয়াল ডিকলারেশনে তার প্রতিফলন ঘটেছে। সেখানে এমন কিছু নেই, যাতে বলা যায় বাংলাদেশ হতাশ বা ব্যর্থ হয়েছে। বাংলাদেশ এবং এলডিসিভুক্ত দেশগুলোর প্রাপ্তি অনেক। মন্ত্রী বলেন, একক দেশ হিসেবে বাংলাদেশের প্রাপ্তি অনেক। বিশ্ববাণিজ্য সংস্থার এমসি-১০ সম্মেলনে অংশগ্রহণকারী দেশ সমূহের প্রতিনিধিরা বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। এ ক্ষেত্রে বাংলাদেশের ব্যর্থতার কিছু নেই। সারা বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়েছে। সকলকে দেশের উন্নয়ন ও ভাবমূর্তি উজ্জ্বলের পক্ষে কথা বলা উচিৎ। সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলে সিপিডির কোনো অংশগ্রহণ ছিল না। ফলে সম্মেলনে বাংলাদেশের ভূমিকা বা প্রাপ্তির অনেককিছুই সংস্থাটির অজানা থাকতে পারে। সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বুধবার এক অনুষ্ঠানে বলেন, ডব্লিউটিও সম্মেলনে কিছু সামান্য অর্জন নিয়ে আমরা বের হয়ে এসেছি।এর সঙ্গে দ্বিমত পোষণ করে দৃষ্টান্ত হিসাবে ওষুধ শিল্প খাতের কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে ওষুধ উৎপাদনের ক্ষমতা এবং অবকাঠামো একমাত্র বাংলাদেশের রয়েছে। এই খাতে স্বল্পোন্নত দেশগুলোর সরাসরি তেমন কোনো স্বার্থ নেই। তারপরও আমরা সবাইকে বুঝিয়ে এটা করেছি।নাইরোবিতে ১০ থেকে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত এবারের ডাব্লিউটিও সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য ২০৩৩ সাল পর্যন্ত ওষুধের মেধাস্বত্বে ছাড় দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এর ফলে বাংলাদেশ আরও ১৭ বছর মেধাস্বত্বের জন্য কোনো ব্যয় না করেই ওষুধ তৈরি ও কেনা-বেচা করতে পারবে। যে প্রধান চারটি উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ ডাব্লিউটিও সম্মেলনে গিয়েছিল তা অর্জিত হয়েছে দাবি মন্ত্রী বলেন, আমাদের এই অর্জন একদিনে হয়নি। জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন অনেক দিন ধরে এটা নিয়ে কাজ করেছে, বাণিজ্য মন্ত্রণালয়ও কাজ করেছে।মন্ত্রী বলেন, বাংলাদেশের পণ্য এখন অনেক দেশেই শুল্কমুক্তি সুবিধা পাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও আর্জেন্টিনার মতো কয়েকটি দেশ বাংলাদেশকে এ সুবিধা দেয় না। এর মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনায় আমাদের রপ্তানি কম। আমাদের ফ্যাক্টর যুক্তরাষ্ট্র। এরপরও আমরা এ বিষয়ে কাজ করছি। সমঝোতার চেষ্টা অব্যাহত রয়েছে।তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যুর প্রেক্ষাপটে ২০১৩ সালের ২৭ জুন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপি সুবিধা স্থগিত করা হয়। তার আগে এর আওতায় বাংলাদেশ পাঁচ হাজার ধরনের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা পেত।চলতি বছরের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের বাজারে ১২২টি দেশের পণ্যে অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) নবায়ন করা হলেও সেই তালিকায় আসেনি বাংলাদেশ। অন্যদের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবহেদায়েতুল্লাহ আল মামুন,অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডব্লিউটিও সেল)অমিতাভ চক্রবর্তী, এফবিসিসিআইর সভাপতি আবদুল মতলুব আহমাদ, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, ওষুধ শিল্প সমিতির মহাসচিব আব্দুল মুকতাদির মন্ত্রীর ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।