শিরোনাম:
●   ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলা, সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

ভোলার সংবাদ
বুধবার ● ৪ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » আশুলিয়ায় চেকপোস্টে ছুরি মেরে পুলিশ হত্যা: চারজন জখম
প্রথম পাতা » জাতীয় » আশুলিয়ায় চেকপোস্টে ছুরি মেরে পুলিশ হত্যা: চারজন জখম
৫৩৫ বার পঠিত
বুধবার ● ৪ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশুলিয়ায় চেকপোস্টে ছুরি মেরে পুলিশ হত্যা: চারজন জখম

 ---

ঢাকা: সাভারের আশুলিয়ায় পুলিশের একটি চেকপোস্টে তল্লাশির সময় ছুরি মেরে শিল্প পুলিশের এক কনস্টেবলকে হত্যা ও চারজনকে জখম করেছে দুর্বৃত্তরা। এতে নূরে আলম গুরুতর আহত হন, বাকিরাও আঘাত পান। আহত অপর তিন কনস্টেবল হলেন আতেল, পিনহারুল ইসলাম ও ইমরান।ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান কীরণ জানান, বুধবার সকাল পৌনে ৮টার দিকে আশুলিয়ার বারইপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি চেকপোস্টে এ ঘটনা ঘটে। বুধবার সকাল পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) একরাম হোসেন। এসআই একরামের ভাষ্য, আশুলিয়া থানার অধীন শিল্প পুলিশের একটি দল নন্দন পার্কের সামনের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। একটি মোটরসাইকেলে করে দুই যুবক কালিয়াকৈরের দিক থেকে নবীনগরের দিকে যাচ্ছিলেন। সকাল পৌনে আটটার দিকে চেকপোস্টে পৌঁছালে পুলিশ সদস্যরা মোটরসাইকেলটিকে থামান। সেটির কাছে যাওয়া মাত্রই ওই দুই যুবক মুকুল ও নুর আলমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় মুকুল ও নূর আলম দৌড়ে সড়কের পাশের একটি হোটেলের মধ্যে ঢুকে পড়েন। পরে ওই দুই যুবক পিছু পিছু এসে ওই হোটেলে ঢুকে আবারও তাঁদের ছুরিকাঘাত করেন এবং গুলি করেন। এরপর কয়েকটি ফাঁকাগুলি করে যুবকেরা চলে যান।এসআই একরাম আরও বলেন, স্থানীয়রা গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। পরে সেখান থেকে আশুলিয়া থানা-পুলিশের অ্যাম্বুলেন্সে করে তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মুকুল মারা যান এনাম মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, আহত নূর আলমের অবস্থাও গুরুতর।শিল্প পুলিশ-১ এর উপপরিচালক কাওসার শিকদার বলেন, হামলাকারীদের মূল উদ্দেশ্য ছিল অস্ত্র ছিনতাই। অস্ত্র নিতে না পেরেই তারা ছুরিকাঘাত করে।ঢাকার গাবতলীতে তল্লাশি চৌকিতে ছুরিকাঘাতে পুলিশের এক এএসআই নিহত হওয়ার ১৩ দিনের মাথায় এ ঘটনা ঘটল।সহকারী পুলিশ সুপার কীরণ বলেন, থানা ও শিল্প পুলিশের পাঁচ সদস্য সকালে বারইপাড়া চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। কয়েকটি মোটরসাইকেলে করে এসে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা করে। এতে কনস্টেবল মুকুল হোসেন ও নূরে আলম গুরুতর আহত হন, বাকিরাও আঘাত পান।তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অপারেশন থিয়েটারে মুকুলের মৃত্যু হয়। কনস্টেবল নূর আলম সিদ্দিকীর অবস্থাও আশঙ্কাজনক বলে শিল্প পুলিশের উপপরিচালক জানান।এনাম মেডিকেলের চিকিৎসক এম রফিকুল ইসলাম জানান, মুকুল ও নূর আলমের পেটে, মুখে ও বুকে ধারালো অস্ত্রের আঘাত চিহ্ন রয়েছে। এদিকে, সাভারের আশুলিয়ায় চেকপোস্টে পালাবদলের সময় হামলা হয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পুলিশ কিছু বুঝে ওঠার সুযোগ পায়নি।বুধবার সকাল পৌনে ৮টার দিকে ওই ঘটনায় হামলাকারীদের ছুরিতে এক কনস্টেবল নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও চারজন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, গত কয়েক মাসে ব্লগার-প্রকাশকদের উপর যেভাবে হামলা হয়েছে, পুলিশের উপর এই হামলা হয়েছে একই কায়দায়।হামলার খবর পেয়ে ঘণ্টা তিনেক পর হতাহতদের দেখতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান কামাল। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চেকপোস্টে পুলিশ সদস্যদের পালাবদলের সময় এ ঘটনা ঘটেছে। পুলিশের নতুন দল গাড়ি থেকে নামার সময় হামলা চালায় দুর্বৃত্তরা। তাদের উপর্যপুরি হামলায় শিল্প পুলিশের কনস্টেবল মুকুল মারা যান।স্বরাষ্ট্রমন্ত্রী বলন, জঙ্গিদের রায় কার্যক্রম নস্যাৎ করার জন্য এ ধরনের হামলা চালানো হচ্ছে। গোয়েন্দা পুলিশ শিগগিরই দল গঠন করে অন্য জঙ্গিদের ধরার কাজ শুরু করবে। এরা মানবতার শত্রু, মানুষের শত্র�। নৃশংসভাবে এরা ছুরিকাঘাত করে পুলিশকে হত্যা করেছে। চেঞ্জিং আওয়ারে এই ঘটনা ঘটেছে। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই এই হামলা হয়।এ সময় পুলিশ প্রধানকে (আইজিপি) আরও বেশি সতর্ক হওয়ার নির্দেশ দেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্লগার-প্রকাশকদের উপর যেভাবে হামলা হয়েছে সেই একই কায়দায় আশুলিয়ায় পুলিশের উপর হামলা হয়েছে। এরা (হামলাকারীরা) কখনও হরকাতুল জিহাদ, কখনও আনসারুল্লাহ। তারা আলাদা নাম ব্যবহার করলেও আসলে এক।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবকটি হত্যায় জড়িতদের সনাক্ত করছি। আমাদের নিরাপত্তা বাহিনী বসে নেই। কাজ করছে।আমাদের কাছে রেকর্ড আছে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলার পর দুর্বৃত্তদের চন্দ্রার দিকে যেতে দেখা গেছে। তা হলে পুলিশ গুলি করল না কেন?এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে পুলিশের আইজি বসবেন। পরবর্তী নির্দেশ দেবেন।অতিরিক্ত আইজিপি জাবেদ পাটোয়ারী এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন। প্রসঙ্গত, ২৩ বছর বয়সী মুকুল হোসেন পুলিশে যোগ দিয়েছিলেন ২০১২ সালে। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাহুবল গ্রামের শহিদুল ইসলামের ছেলে।এ ঘটনায় আহত অপর তিন কনস্টেবল হলেন আতেল, পিনহারুল ইসলাম ও ইমরান।কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি পুলিশ কর্মকর্তারা। হামলার সময় কাওকে আটকও করা যায়নি।এর আগে দুর্গাপূজা উপলক্ষে রাজধানীতে কড়া নিরাপত্তার মধ্যে ২২ অক্টোবর রাতে গাবতলী সেতুর কাছে পর্বত সিনেমা হলের সামনে পুলিশের একটি তল্লাশি চৌকিতে একই ধরনের হামলার ঘটনা ঘটে। সেখানে এক যুবকের ছুরিকাঘাতে ইব্রাহিম মোল্লা (৪০) নামে পুলিশের এক এএসআই নিহত হন। এর দুই দিন পর পুরান ঢাকার হোসাইনী দালানে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলায় দুইজন নিহত হন। পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক সে সময় বলেছিলেন, গাবতলীতে এএসআই খুনের সঙ্গে ইমামবাড়ার বোমার যোগসূত্র রয়েছে। এদিকে, ঘড়ির কাঁটা তখন সকাল ৮টায় স্থির। এমন সময় মোবাইলে রিং বেজে ওঠে জিসান বাবুর। মোবাইলের অপর প্রান্তে থাকা মানুষটি তাকে প্রশ্ন করেন, মুকুল তোমার কে হয় ? জবাবে জিসান বলেন, উনি আমার বড় ভাই হন� ভাইয়ের কথা জিজ্ঞাসা করছেন কেন? মোবাইলের অপর প্রান্ত থেকে উত্তর আসে, তোমার ভাইকে দুর্বৃত্তরা হত্যা করেছে।খবরটি শোনার পর প্রথমে বিশ্বাস হয়নি তার। পরে বিভিন্ন সংবাদে মাধ্যমে ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন জিসান ও তার পরিবার।মুহূর্তেই যেন পরিবারটির ওপর আকাশ ভেঙে পড়ে। ছেলের ছবি বুকে নিয়ে মা-বাবা বার বার মূর্ছা যেতে থাকেন। ভাই-বোনের অবস্থাও একই। সংসারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পরিবারটি এখন পাগলপ্রায়। বাড়িতে চলছে শোকের মাতম।বুধবার দুপুরে এই চিত্র চোখে পড়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের রহবল পূর্বপাড়ায় অবস্থিত শিল্প পুলিশ সদস্য মুকুল হোসেনের (২৫) বাড়িতে।সরেজিমনে গিয়ে দেখা যায়, খুনের খবর শুনে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা ভীড় করছেন মুকুলের বাড়িতে। বাড়ির এক কোণে বসে বুক চাপড়ে আহাজারি করছেন মুকুল হোসেনের মা-বাবা। দেওয়ালে হেলান দিয়ে কান্নাকাটি করছে মেঝ বোন। ছোট বোন কাঁদছে বাড়ির বাইরে গিয়ে। আরেক ভাই কখনও বাড়ির ভেতরে, আবার কখনও বাইরে গিয়ে কান্নাকাটি আর ছোটাছুটি করছে।নিহত মুকুলের ছোট ভাই জিসান বাবু জানান, তাদের ৬ সদস্যের সংসার। বাবা শহিদুল ইসলাম অন্যের জমিতে চাষাবাদ করেন। মা মোর্শেদা গৃহিনী। জিসান বাবু রংপুর কারমাইকেল কলেজে একাদশ শ্রেণিতে লেখাপড়া করেন। তার ছোট বোন সম্পা খাতুন স্থানীয় রহবল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে ও সবার ছোট বোন মিষ্টি খাতুন রহবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। তিনি আরও জানান, তাদের সংসারে প্রচণ্ড অভাব। মাত্র চার বিঘা জমি তার বাবার সম্পদ। এর মধ্যে ১৫ শতক জায়গার ওপর বসতবাড়ি। বাকি সম্পত্তি বন্ধক রাখা হয়েছে।এর কারণ জানতে চাইলে জিসান বাবু জানান, ২০০৮ সালের দিকে ভাই মুকুল হোসেন এসএসসি পাশ করে পরিবারের অর্থনৈতিক দৈন্যদশার কারণে চাকরি খোঁজা শুরু করেন। সে সময় এই সম্পত্তি বন্ধক রেখে মুকুল পুলিশে চাকরি নেন। এরপর থেকে তিনিই পুরো সংসারে চালিয়ে আসছিলো।জিসান আরও জানান, তার ভাই ছুটিতে অক্টোবরের মাঝামাঝিতে বাড়ি এসেছিলেন। ছুটি কাটিয়ে গত ২১ নভেম্বর কর্মস্থলে ফেরত যান তিনি।জিসান বলেন, অভাবী এই সংসারের জন্য ভাই-ই ছিল সবকিছু।সংসারের যাবতীয় ব্যয় বড় ভাইই বহন করতেন। তাদের লেখাপড়ার খরচও দিচ্ছিলেন তিনি। কিন্তু তাদের এখন কি হবে। কিভাবে তাদের লেখাপড়া চলবে। সংসার কে চালাবে এসব বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন জিসান।অন্যদিকে, ব্যবধান মাত্র ১৩ দিন। তবে ধরন অভিন্ন। একই কায়দায় প্রাণ গেলো আরো এক পুলিশের। জড়িতদের খুঁজে বের করতে এরই মধ্যে অভিযানে নেমেছে পুলিশ। তবে আশুলিয়ায় চেকপোস্টে প্রকাশ্যে পুলিশ খুনের ঘটনায় এখনো পুরোপুরিই অন্ধকারে আছেন তদন্তকারীরা।বুধবারের অপারেশনে ধারালো অস্ত্রের সঙ্গে আগ্নেয়াস্ত্রও ব্যবহার করেছে ঘাতকরা। ঘটনাস্থলে পাওয়া দুটি ব্যবহৃত গুলির খোসা থেকে এই ধারণা পুলিশের।তবে হামলা ও হত্যাকাণ্ডের ধরনে পুলিশ নিশ্চিত, উগ্রপন্থি গোষ্ঠীই এই হামলায় জড়িত। কিন্তু কিলিং মিশনে কারা ছিলো তা এখনো অজানা তদন্তকারীদের। ঘটনার সময় ঘটনাস্থলের আশপাশের কোনো প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে কিনা তার খোঁজ চলছে।পাশাপাশি ওই স্থান ও আশপাশের এলাকায় ব্যবহৃত মোবাইল ফোনের সন্দেহজনক তালিকা ধরেই সংগ্রহ করা হচ্ছে কল ও ভয়েজ ডাটা রেকর্ড।দিনের ব্যস্ততা শুরুর আগে আগে একটি বিনোদন পার্কের সামনে এভাবে হামলা হতে পারে তা কখনো ভাবনাতেই আনেনি পুলিশ।তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, দায়িত্বের পালাবদলের মুহৃর্তে শক্তপোক্ত নয়, বেশ নড়বড়ে অবস্থানেই ছিলেন পুলিশ সদস্যরা। প্রতিরোধ দূরের কথা, আত্মরক্ষার্থে গুলি পর্যন্ত ছোঁড়েননি আক্রান্তরা।





জাতীয় এর আরও খবর

ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড
ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ!
তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাইসহ নিহত-৩ ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাইসহ নিহত-৩
ভোলায় বাস ও অটোরিকশা সংঘর্ষে দুই কলেজ ছাত্রীসহ নিহত ৪ ভোলায় বাস ও অটোরিকশা সংঘর্ষে দুই কলেজ ছাত্রীসহ নিহত ৪
ভোলা-বরিশাল রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ, এমভি আওলাদ লঞ্চে ভাংচুরের অভিযোগ ভোলা-বরিশাল রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ, এমভি আওলাদ লঞ্চে ভাংচুরের অভিযোগ
ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ৪, নৌযান চলাচল শুরু ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ৪, নৌযান চলাচল শুরু
ভোলায় সিত্রাংয়ের প্রভাবে জনজীবন বিপর্যস্ত, ৭ নম্বর সংকেত, নৌযান চলাচল বন্ধ, বিদ্যুৎ বিছিন্ন,৭৪৬ আশ্রয় কেন্দ্র প্রস্তুত ভোলায় সিত্রাংয়ের প্রভাবে জনজীবন বিপর্যস্ত, ৭ নম্বর সংকেত, নৌযান চলাচল বন্ধ, বিদ্যুৎ বিছিন্ন,৭৪৬ আশ্রয় কেন্দ্র প্রস্তুত
ভোলার ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উপ-পরিচালকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভোলার ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উপ-পরিচালকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।