শিরোনাম:
●   ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ভোলার সংবাদ
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » খেলা » মেয়াদ বাড়লো কোচ-নির্বাচকদের
প্রথম পাতা » খেলা » মেয়াদ বাড়লো কোচ-নির্বাচকদের
৫৩৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেয়াদ বাড়লো কোচ-নির্বাচকদের

 ---

ঢাকা• নভেম্বরেই টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। গতকাল ১২তম বোর্ড সভার পর সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সূচি অনুযায়ী জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল জানুয়ারি মাসে। সেই সময় দুই টেস্ট,  ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী নভেম্বর মাসে টেস্ট ও জানুয়ারিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। তবে  টেস্ট সিরিজ কবে থেকে শুরু হবে তা এখনও নিশ্চিত হয়নি বলে জানান তিনি। নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা এরই মধ্যে জিম্বাবুয়ের সঙ্গে কথা বলেছি। তারা আসতে রাজি হয়েছে। এখন আইসিসির সভায় আমি যাচ্ছি সেখানেই কবে থেকে শুরু হবে তা নিয়ে আলোচনা করবো। তবে ওরা (জিম্বাবুয়ে) যে আসছে তা নিশ্চিত।’ বোর্ড সভায় প্রধান নির্বাচক ও কোচদের মেয়াদ এক বছর বাড়ানো, বিপিএলের টিকিটের মূল্য, ক্রিকেটারদের মূল নির্ধারণ ছাড়াও বেশ কিছু নীতিমালা অনুমোদন করা হয় বলে জানান বোর্ড সভাপতি।
কাল থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়া সিরিজটি স্থগিত করায় শঙ্কা দেখা দেয় বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জিম্বাবুয়েকে নভেম্বর মাসে বাংলাদেশে টেস্ট খেলতে আসার জন্য প্রস্তাব পাঠায়। সেই প্রস্তাবে সাড়া দিয়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড বাংলাদেশে খেলতে আসতে রাজি হয়েছে বলে জানান বোর্ড সভাপতি।
কোচ ও নির্বাচকদের মেয়াদ বৃদ্ধি
বাংলাদেশ জাতীয় দলের দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশারের  মেয়াদ শেষ হয়ে গিয়েছিল জুন মাসেই। তবে এত দিন অলিখিতভাবে তাদের মেয়াদ বাড়ানো হয়েছিল। গতকাল বোর্ড সভায়  নির্বাচকদের মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত হয়। এ ছাড়া মহিলা দলের কোচ, একাডেমি ও এইচপির কোচেরও মেয়াদ  বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।
আন্তর্জাতিক মানের ইনডোর
অস্ট্রেলিয়ার ব্রিসবেনে সেন্টার অব এক্সিলেন্সে বাংলাদেশ দল বিশ্বকাপের সময় অনুশীলন করে। মূলত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দল ভাল করার পিছনে সেই ইনডোর সুবিধাও বড় একটি ভূমিকা রেখেছে বলে মনে করেন প্রধান কোচ হাথুরুসিংহে। কিন্তু মিরপুর স্টেডিয়ামের যে ইনডোর সুবিধা আছে তা আন্তর্জাতিক মানের তো নয়ই বরং সেখানে বোলিংয়ের জন্য যেসব টার্ফ আছে সেগুলোও পুরনো হয়ে গেছে। যে কারণে সেখানে পেসাররা কোনভাবেই সুবিধা পাচ্ছিল না। তাই প্রধান কোচের প্রস্তাবে রাজি হয়ে বিসিবি এরই মধ্যে পুরনো ইনডোর ভেঙে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের আদলে নতুন ইনডোর করার সিদ্ধান্ত নিয়েছে। নাজমুল হাসান বলেন, ‘প্রধান কোচ আমাদের প্রস্তাব দিয়েছিল আন্তর্জাতিকমানের একটি ইনডোর করে দেয়ার জন্য। আমরা সেই প্রস্তাবটি বিবেচনায় নিয়ে তা করার সিদ্ধান্ত নিয়েছি। প্রয়োজনে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। এছাড়া আমরা ক্রিকেটের ভিডিও এবং বিভিন্ন ছবিগুলোকে রক্ষণাবেক্ষণ করতে একটি আন্তর্জাতিক মানের ডিজিটাল আর্কাইভ করারও সিদ্ধান্ত নিয়েছি।’
পেসার হান্ট এ বছরই
২০০৭ সালে গ্রামীণফোনের স্পন্সরে শেষবার পেসার হান্ট পরিচালিত হয়েছিল। এত দিন বন্ধ থাকার পর বিসিবি আবারও সেই পেসার হান্ট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এ বছরই যে কোন সময়  মোবাইল ফোন কোম্পানি রবির স্পন্সরে আবারও সেই পেসার হান্ট চালু করতে যাচ্ছে বিসিবি। বোর্ড সভাপতি বলেন, ‘আমাদের জন্য পেসার হান্টের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা আবারও সেটি চালু করার সিদ্ধান্ত নিয়েছি। এবার আমাদের সঙ্গে এখানে স্পন্সর হিসেবে থাকছে রবি। এ বছরই সেটি করবো।
সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল হওয়ার অনুরোধ
নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত  করার পর থেকেই শুরু হয় নানা জল্পনা-কল্পনা।  এর মধ্যে অন্যতম ছিল বাংলাদেশের  বেশ কয়েক জন কোচের  ছুটিতে চলে যাওয়া, দক্ষিণ আফ্রিকা নারী দলের বাংলাদেশ সফর স্থগিত। এছাড়া অস্ট্রেলিয়া সফর স্থগিত করায় নানা রকম সংবাদ প্রকাশ টিভি চ্যানেলগুলোতেও বিভিন্ন ব্যক্তি ভুল তথ্য পরিবেশন করছে বলে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এই জন্য সংবাদ মাধ্যমগুলোকে দেশের স্বার্থে আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ করে তিনি বলেন, ‘আসলে আমরা জানি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এখানে আসতে চেয়েছিল কিন্তু সেই দেশের সরকার নিরাপত্তার কারণে সফরটি স্থগিত করতে বলে। আমরাও আমাদের সরকারের কথা শুনে নিরাপত্তার কারণে পাকিস্তানে ক্রিকেট দল পাঠাইনি। কিন্তু এটি নিয়ে আসলে বিভিন্ন সংবাদ মাধ্যম ও টিভি টকশোতে তিন মোড়লের ষড়যন্ত্র ও নানা রকম বিভ্রান্তিমূলক কথা বলা হচ্ছে। শুধু তাই নয় বিদেশী কয়েকজন কোচ সাধারণ ছুটিতে দেশে গেছে, সেটিকে নিয়েও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হচ্ছে। আমাদের কোন কোচই ভয়ে বাংলাদেশ থেকে যায়নি। যদি সেটি হতো আমিই আপনাদের জানাতাম। তাই আপনাদের কাছে অনুরোধ করছি দেশের স্বার্থে যেন এসব বিষয় একটু খেয়াল করে লেখা হয় বা টিভিতে বলা হয়।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।