শিরোনাম:
●   ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলা, শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ভোলার সংবাদ
শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » বিনোদন » ক্ষুদে গানরাজ-২০১৫ এর মুকুট উঠলো পুষ্পিতার মাথায়
প্রথম পাতা » বিনোদন » ক্ষুদে গানরাজ-২০১৫ এর মুকুট উঠলো পুষ্পিতার মাথায়
৬০২ বার পঠিত
শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্ষুদে গানরাজ-২০১৫ এর মুকুট উঠলো পুষ্পিতার মাথায়

---

ঢাকা• অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়েবুস্টার এনার্জি বিস্কুট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০১৫ এর মুকুট উঠলো পুষ্পিতার মাথায়।  শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে জমকালো আয়োজনে পঞ্চম আসরের মহাউৎসব অনুষ্ঠিত হয়। টান টান উত্তেজনার মধ্য দিয়ে মন মাতানো পারফরম্যান্স, দর্শকদের এসএমএস ভোট আর বিচারকদের রায়ে চ্যাম্পিয়নের মুকুট জয় করে নেয় প্রতিযোগী। পুরস্কার হিসেবে ডায়মন্ড ওয়ার্ল্ডের ঝলমলে মুকুটের পাশাপাশি তার হাতে তুলে দেয়া হয় নগদ পাঁচ লাখ টাকার চেক। সেই সঙ্গে তাকে পুরস্কার হিসেবে আরও দেয়া হয় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ১০ বছরের জন্য শিক্ষাবৃত্তি, জাপান-বাংলাদেশ হাসপাতালের সৌজন্যে স্কুলজীবন পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা সনদ। এদিকে প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছে রাফতি। পুরস্কার হিসেবে তাকে দেয়া হয় তিন লাখ টাকা। দ্বিতীয় রানারআপ হয়েছে মাহিন। তার হাতে পুরস্কার হিসেবে তুলে দেয়া হয় নগদ দুই লাখ টাকা। তারাও পেয়েছে শিক্ষাবৃত্তি চিকিৎসা সেবার সুযোগ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার প্রধান দুই বিচারক ফেরদৌস আরা এস আই টুটুল। অতিথি বিচারক হিসেবে ছিলেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। তার সংগীত জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে চ্যানেল আই মহাউৎসবে তাকে আজীবন সম্মাননা জানায় রুনা লায়লার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক বার্তাপ্রধান শাইখ সিরাজ, প্রধান দুই বিচারক ফেরদৌস আরা এসআই টুটুল। রুনা লায়লার গাওয়া তিনটি গানের মিশ্রণে তার সম্মানে অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অপি করিম। অনুষ্ঠানের সূচনা হয় ঢোল, তবলা ভায়োলিনের কম্পোজিশনে সুরের মূর্ছনায়। এরপর সাধনা একাডেমির  অনবদ্য কোরিওগ্রাফিতে পরিবেশিত হয় একটি দলগত নাচ। এরপর লালন, হাছন রাজা রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশন করে চ্যানেল আই ক্ষুদে গানরাজের বিগত চার আসরের প্রতিযোগী ঝুমা, স্মরণ, প্রাপ্তি, মালিহা, পায়েল হৃদ্য। মহাউৎসবে আরও ছিল সেরা সাত প্রতিযোগীর কণ্ঠে কোরাস একক পরিবেশনা। ওয়াসেকের কোরিওগ্রাফিতে সেরা নাচিয়ে ইভানা তার দলের জুলেখা বাদশার মেয়ে নিয়ে সাজানো নৃত্যনাট্য পরিবেশন। তানজিলের কোরিওগ্রাফিতে মেহজাবিন চিত্রনায়ক বাপ্পির সিন্ড্রেলা নাচ। বিশেষ আকর্ষণ ছিল প্রতিযোগীদের একক গান পরিবেশনের আগে নকুল কুমার বিশ্বাসের ছন্দময়ী আগমনী গান। সবশেষে পৃথিবীজুড়ে শিশু নির্যাতন বন্ধের আহ্বান জানিয়ে প্রতিযোগীকে নিয়ে বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পরিবেশন করেনসকাতরে কাঁদিছে সকলেইগানটি। বিভিন্ন ধাপ শেষে মহাউৎসবের জন্য শেষ পর্যন্ত টিকে ছিল পুষ্পিতা, রাফতি, মাহিন, মহারাজা, পায়েল, বিজলী অর্পিতা। তাদের মনোমুগ্ধকর একক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিজিল মির্জা জেবা আনিকা। অনুুষ্ঠান পরিকল্পনাও পরিচালনায় ছিলেন ইজাজ খান স্বপন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই। এবারের ক্ষুদে গানরাজের প্রধান পৃষ্ঠপোষক ছিল বুস্টার এনার্জি বিস্কুট।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।