

বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » ছবি কথা বলে » শিল্প নগরীর দিকে এগোচ্ছে দ্বীপ জেলা ভোলা
শিল্প নগরীর দিকে এগোচ্ছে দ্বীপ জেলা ভোলা
প্রথম বারের মত দ্বীপ জেলা ভোলায় নির্মিত হচ্ছে বিলাস বহুল নৌযান এম ভি ক্রিস্টাল ক্রুজ। এ রহমান এন্ড সন্স এর মালীকানাধীন লঞ্চটি আসছে বছর ভোলা টু ঢাকা রুটে চলাচল করবে। লঞ্চটি হবে চারতলা বিশিষ্ট। থাকবে অত্যাধুনিক সব সুবিধা। আর এই বিলাস বহুল নৌযান নির্মানের মাধ্যমে শিল্প নগরীর দিকে এগিয়ে যাচ্ছে ভোলা।