

বুধবার ● ১৭ জুন ২০১৫
প্রথম পাতা » ছবি কথা বলে » ওরা আমাদের কৃতিসন্তান
ওরা আমাদের কৃতিসন্তান
ফরহাদ হোসেন :: ওরা আমাদের বরিশাল বিভাগের কৃতিসন্তান। আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাক চিরকাল। বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর ও বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালকে চিনেন তো? দেশের সাত বীরশ্রেষ্ঠের দুইজনই আমাদের বরিশাল বিভাগের কৃতিসন্তান। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস, সুরকার আলতাফ মাহমুদ, মধ্যযুগের বিখ্যাত কবি বিজয় গুপ্ত,কবি আসাদ চৌদরি, একুশে গানের রচয়িতা, কবি,সাংবাদিক,লেখক গাফফার চৌদরি বরিশালেই জন্মেছেন। আমাদের মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই।সুফিয়া কামাল, কামিনী রায়, কুসুমকুমারী দাশের মতো মহিলা কবিরা ও কিন্তু বরিশালেই জন্মেছেন।শেরেবাংলা একে ফজলুল হককে চিনেন তো? ব্রিটিশরা তাকে টাইগার অব বেঙ্গল‘ উপাধি দিয়েছিল। তার মতো সাহসী, অসাধারণ প্রতিভাবান, বিখ্যাত বক্তা, প্রচণ্ড শক্তিশালী মানুষের জন্মস্থানও কিন্তু বরিশাল !বাংলাদেশের শ্রেষ্ঠ দার্শনিক আরজ আলী মাতুব্বর, অশ্বিনী কুমার দত্ত এরা কিন্তু বরিশালেই জন্মেছেন। যাদু শিল্পি জুয়েল আইচ এর জন্ম কিন্তু বরিশালে। বিখ্যাত কন্ঠশিল্পী আমাদের সবার প্রিয় দাদা নচিকেতা, কলকাতার মিঠুন দাদা, অভিনেতা মোশারফ করিম, ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেত, ক্রিকেট খেলোয়াড়, শাহরিয়া নাফিস ও সোহাগ গাজী এদের জন্মও কিন্তু বরিশালে।এসকল বিখ্যাত ব্যাক্তিদের পাশাপাশি অনেক সুনাম রয়েছে বরিশালের। বাংলাদেশে তৃতীয় সমুদ্র বন্দর বরিশালের পায়রা নদীতে। কোস্ট গার্ড এর ট্রেনিং সেন্টার বরিশালের পটুয়াখালীতে। বাংলাদেশের অন্যতমপয্যটক কেন্দ্র সাগরকন্যা বলে পরিচিত সেটাও বরিশালের পটুয়াখালী জেলায় অবস্থিত।রূপালী ইলিশ ও গ্যাসের জন্য বিখ্যাত দ্বীপ জেলা ভোলা সহ অনেক সুনাম রয়েছে। আর সবচেয়ে বড় যে ব্যাপার বরিশাল বাংলাদেশের খাদ্যভাণ্ডার নামে পরিচিত।বরিশালে যে পরিমাণ খাদ্যশস্য উৎপন্ন হয়, তা দিয়ে দেশের সিংহভাগ খাদ্য চাহিদা মেটানো হয়। বরিশাল না থাকলে এদেশে প্রতি বছরই খাদ্যের দুর্ভিক্ষ দেখা দিতো। আর আমরা বরিশাল বিভাগের মানুষগুলো অনেক সহজ সরল, অতিথিপরায়ণ ও আন্তরিক ।